খেলা
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ
আগস্টে আসছে ভারত
স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, বুধবারআইসিসি’র এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) অনুযায়ী চলতি বছর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের। গতকাল সেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সীমিত ওভারের সিরিজ দু’টি হবে আগামী আগস্টে।
ভারতের বাংলাদেশ সফরে থাকছে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ১৩ই আগস্ট বাংলাদেশে আসবে রোহিত-কোহলিরা। সিরিজের একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বাকি চার ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সফরে রাখা হয়নি কোনো প্রস্তুতি ম্যাচ।
আগামী ১৭ই আগস্ট মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে ভারতের সফর। ২০শে আগস্ট পরের ম্যাচও একই ভেন্যুতে খেলে দু’দল চলে যাবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (পূর্বের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে) ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে ২৩শে আগস্ট। এরপর একই ভেন্যুতে চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান শিরোপাধারীদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ গড়াবে ২৬শে আগস্ট। ২৯ ও ৩১শে আগস্ট পরের ম্যাচ দু’টি খেলতে ফের মিরপুরে আসবে দু’দল। পরদিন অর্থাৎ ১লা সেপ্টেম্বর ঢাকা ছাড়বে ভারতীয় দল। বাংলাদেশের মাটিতে এর আগে একাধিকবার টেস্ট ও ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ। তবে এখানে এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে দু’দল। এর আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সবশেষ ২০২২-এ বাংলাদেশ সফরে আসে ভারতীয়রা। লিটন দাসের নেতৃত্বে সেবার ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জেতে লাল সবুজের প্রতিনিধিরা। পরের টেস্ট সিরিজের দু’টিতেই জিতে যায় সফরকারী দল।
এরপর গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে যায় বাংলাদেশ। সেখানে গিয়ে অবশ্য বাজেভাবে হারে টাইগাররা। দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডের একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি নাজমুল হোসেন শান্তর দল।