ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

নেপালের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি খেলবে বাংলাদেশ

যেখানে কাবরেরার সঙ্গে পিটার বাটলারের পার্থক্য

স্পোর্টস রিপোর্টার
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
mzamin

সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশ পুরুষ দলের কোচ হাভিয়ের কাবরেরা দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষই বরাবর বেছে নেন। ১০ই জুন সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ২-০ গোলে জেতে তৃপ্তির ঢেঁকুর তুলেছিলেন কোচ। ১০ই জুন সিঙ্গাপুর ম্যাচে প্রকৃত বাস্তবতা টের পেয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের র‌্যাঙ্কিং ১২৮। এশিয়ান কাপ বাছাইয়ে তারা প্রস্তুতি ম্যাচ খেলেছে জর্ডান, ইন্দোনেশিয়ার মতো ৩০-৫০ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে। এর ফলাফল হাতেনাতে পেয়েছে এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে। যারা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে প্রায় দ্বিগুণ এগিয়ে ছিল। নারী ফুটবল দল যেখানে এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলছে প্রতিনিয়ত। সেখানে উল্টো পথে পুরুষ ফুটবল দল। কোচ কাবরেরা ও বাফুফে ঘুরে ফিরে প্রীতি ম্যাচের জন্য মালদ্বীপ, ভুটান ও নেপালকেই বেছে নিচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ৬ ও ৯ই সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। 
প্রায় সাড়ে তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের ডাগআউট সামলাচ্ছেন হাভিয়ের কাবরেরা। তার অধীনে এখন পর্যন্ত ৩৩টি ম্যাচ খেলেছে জামাল-তপুরা। দীর্ঘ এই সময়ে বলার মতো সফলতা নেই এই স্প্যানিশ কোচের। ৩৩ ম্যাচের বিপরীতে জয় মাত্র ৮টিতে। অপরদিকে বাফুফের এলিট একাডেমির দায়িত্ব নিয়ে গত বছরের শুরুতে বাংলাদেশে আসেন ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা এই কোচ। একই বছর চায়নিজ তাইপের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে মে মাসে তার হাতে তুলে দেয়া হয় নারী দলের দায়িত্ব। তার অধীনে সাফে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সবশেষ শক্তিশালী মিয়ানমার, বাহরাইনকে টপকে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর এটা সম্ভব হয়েছে বাটলারের পছন্দে শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কারণে। সবসময় বাটলার এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে ম্যাচ খেলতে চান। অথচ কাবরেরা দক্ষিণ এশিয়ার গণ্ডির বাইরে খুব একটা যেচে চান না। 
আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটির আগে বাফুফে সেপ্টেম্বর উইন্ডোতে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলার কথা বলেছিল বাফুফে। সেপ্টেম্বর উইন্ডোতে অধিকাংশ বিশ্বকাপ বাছাই এবং অন্য দেশগুলোর প্রতিপক্ষ আগেই নির্ধারিত হওয়ায় এশিয়ায় মনোনিবেশ করে সংস্থাটি। এশিয়ার অনেক দেশের সঙ্গে আলাপ-আলোচনা করলেও শেষ পর্যন্ত নেপাল-শ্রীলঙ্কায় ম্যাচ খেলার বিষয়ে এগিয়ে ছিল। শ্রীলঙ্কা কলম্বোতে ভুটানের বিপক্ষে খেলবে। নেপাল বাংলাদেশের পক্ষে খেলার আগ্রহ প্রকাশ করায় বাফুফে রাজি হয়েছে। নেপাল ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা দিলেও বাফুফে এখনো কিছু জানায়নি। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ঢাকায় ৯ই অক্টোবর হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের ফিফা র‌্যাঙ্কিং ১৫৩। উঁচু সারির দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি সারবে ১৭৩ র‌্যাঙ্কিংয়ে থাকা নেপাল ম্যাচ দিয়ে। এমন প্রতিপক্ষের সঙ্গে খেলে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের কতোটুকু উন্নতি বা কার্যকর হবে সেটাই প্রশ্ন। যদিও এই বাংলাদেশ দলের স্থানীয় সব খরচ বহন করবে অল নেপাল ফুটবল ফেডারেশন (আনফা)। বিনিময়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপাল মহিলা দলের স্থানীয় খরচ বহন করবে বাফুফে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status