খেলা
১৩ মাস পর জাতীয় দলে সাইফউদ্দিন
স্পোর্টস রিপোর্টার
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
বাংলাদেশ জাতীয় দলে যখন অভিষেক হয় তখন তাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল সবার। দলে একজন পেস বোলিং অলরাউন্ডার পাওয়া গেল বলে অনেকেই তৃপ্তির ঢেঁকুর তুলেছিলেন। কিন্তু যত সময় গেছে তত প্রত্যাশা থেকে দূরে সরে গেছেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়ছেন আবার ঢুকছেন এভাবেই চলছে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ১৩ মাস পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল দেশ ছাড়ার আগে বলেন, দলে ফেরার চেয়ে জায়গা ধরে রাখা কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী বৃহস্পতিবার। এর আগে গতকাল টি-টোয়েন্টি দলে থাকা সাইফউদ্দিন, শেখ মেহেদী, নাসুম আহমেদরা দেশ ছেড়েছেন। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন সাইফউদ্দিন। ২০২৪ সালের বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে গত বছর বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পান সাইফউদ্দিন। ওই সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিলেও বিশ্বকাপের দলে জায়গা হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। এরপর ‘এ’ দলে সুযোগ পেয়েও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নেন, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লীগে খেলতে পারেননি ভিসা জটিলতায়। এরপর মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে ছুটি নেন দুই মাসের জন্য। সবমিলিয়ে মাঠের বাইরে বেশ ঝড় সামলাতে হয়েছে এই অলরাউন্ডারকে। চলতি বছরের বিপিএলে ফিরে অবশ্য আহামরি কিছু করতে পারেননি সাইফউদ্দিন। রংপুর রাইডার্সের হয়ে ১২ ইনিংসে ১২ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৮ ইনিংসে ১৫৮.৩১ স্ট্রাইক রেটে করেন ১১১ রান। তবে এবার শ্রীলঙ্কার সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে ফিরিয়েছেন নির্বাচকরা। গতকাল শ্রীলঙ্কায় যাওয়ার আগে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলে ফেরার অনুভূতি জানান সাইফউদ্দিন। ২৮ বছর বয়সী অলরাউন্ডার বলেন, ‘যাত্রাটা অনেক লম্বা ছিল। ১৩ মাস পর আবার জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেই লক্ষ্যই থাকবে। যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চট্টগ্রামে, চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার। কতোটা পেরেছি জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট ছিলেন, যার কারণে এই সুযোগ পাওয়া।’ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩৮ টি-টোয়েন্টি খেলে ৪২ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। ২১ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ২০৬ রান।