ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

আইপিএল জয়ী পেসারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

স্পোর্টস ডেস্ক

(৬ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০১ অপরাহ্ন

mzamin

১৮ বছরের অপেক্ষা শেষে গতমাসে আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। অধরা শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলটির ভারতীয় পেসার যশ দয়াল। এবার তার বিরুদ্ধেই ধর্ষণের মামলা হয়েছে। গত মাসে এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ আনেন। তার প্রেক্ষিতেই এবার মামলা করেছেন তিনি। উত্তর প্রদেশের গাজিয়াবাদ পুলিশের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের মাধ্যমে গত ২১শে জুন ওই নারী এই অভিযোগ করেন। অভিযোগে প্রতারণা ও নিপীড়নের শিকার হওয়ার দাবি করেন তিনি। পুলিশের কাছে অভিযোগে সেই নারী দাবি করেন, তিনি পাচ বছর ধরে যশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন।

দয়ালের বিরুদ্ধে অভিযোগ সেই নারী বলেন, ‘সে আমাকে বারবার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। আমাকে তার পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়, যারা আমাকে বলেছিল যে আমি হব তাদের পুত্রবধূ। আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছি। মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। ও এবং ওর পরিবার আমাকে বারবার মিথ্যা আশ্বাস দিত। ওর অন্য নারীদের সঙ্গে সম্পর্ক আমার ভেতরটা ভেঙে দেয়, প্রচণ্ড মানসিক যন্ত্রণা পেতে হয়।’

দয়াল ২০২৫ আইপিএলে ১৫ ম্যাচে ১৩টি উইকেট নেন। ২৭ বছর বয়সী এই পেসার ২০২২ চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস দলেও ছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে গাজিয়াবাদের ডেপুটি কমিশনার অব পুলিশ পাটিল নিমীশ দশরথ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, যশ দয়াল ইতিমধ্যে পুলিশকে তার বক্তব্য দিয়েছেন। নিমীশ বলেন, ‘আমরা নতুন ফৌজদারি বিধির ৬৯ নং ধারা অনুযায়ী (বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন) তার বিরুদ্ধে মামলা রুজু করেছি এবং তদন্ত চলছে।’
 

পাঠকের মতামত

"সম্পুর্ন সততা ও নিসঠার সংগে শারিরীক সম্পর্কে ছিলাম"!!!!!

রাশিদ
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬:৩২ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status