খেলা
বাংলাদেশ সফরের দল ঘোষণা করলো পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
(৮ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১২ অপরাহ্ন

বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল আজ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে অনুমিতভাবেই নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। এছাড়াও সালমান আলী আগার নেতৃত্বাধীন দলের সঙ্গে আসছেন না শাদাব খান ও হারিস রউফের মতো তারকারাও।
পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন ও নির্বাচক প্যানেল তরুণদের আরও বেশি সুযোগ দিতেই দুটি সিরিজে (পরে ওয়েস্ট ইন্ডিজ) সিনিয়রদের বিবেচনার বাইরে রেখেছেন। এ প্রসঙ্গে তিনজনের সঙ্গেই আলোচনা হয়েছে হেসন ও নির্বাচক প্যানেলের। ক্রিকেটারদের জানানো হয়েছে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সীমিত ওভারের সিরিজে তাদের প্রয়োজন নেই এবং তারা যেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দেন। কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিকঠাক থাকলে আগামী ১৬ই জুলাই বাংলাদেশে অবতরন করার কথা পাকিস্তানের। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০শে জুলাই। পরের দুটি ম্যাচ ২২ ও ২৪শে জুলাই। সবগুলো ম্যাচই গড়াবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরের পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।