খেলা
শেষ ওয়ানডে
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের অসহায় আত্মসমর্পন
স্পোর্টস ডেস্ক
(৪ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১৪ অপরাহ্ন

শেষ উইকেট হিসেবে তানভীর ইসলামের ক্যাচ লুফে নিলেন নিশান মাদুশকা। এতে করে ৯৯ রানের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে বাংলাদেশের সফরের শেষ ওয়ানডেতে জিতে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে লঙ্কানরা। স্বাগতিকদের দেয়া ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ দল।
আজ ভারী বৃষ্টির শঙ্কা নিয়ে মাঠে গড়ায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের শেষ ওয়ানডে। টসে জিতে অনুমিতভাবেই আগে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। চতুর্থ ওভারেই তানজিম হাসান সাকিব নিশান মাদুশকাকে তুলে নিলেও পরের উইকেটে ৫৪ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। দলীয় ৬৯ রানে পরের উইকেট হিসেবে নিশাঙ্কাকে (৩৫) সাজঘরে ফেরান তানভীর ইসলাম। তৃতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়ে আউট হন কামিন্দু মেন্ডিস (১৬)। চতুর্থ উইকেটে চারিথ আসালাঙ্কার সঙ্গে ১২৪ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস। অধিনায়ক আসালাঙ্কা আউট হন ব্যক্তিগত ৫৮ রানে। এরপর আর কোনো জুটি তেমন বড় হয়নি। দলীয় ২৫৫ রানে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস (১২৪)। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে রানের লাগাম টেনে ধরেন টাইগার বোলাররা। নির্ধারিত ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৭ উইকেটে ২৮৫ রান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
রান তাড়ায় ফিফটি ছুঁতে পারেনি বাংলাদেশের কোনো জুটিই। চতুর্থ উইকেটে ৪৫ বলে সর্বোচ্চ ৪৩ রানের জুটি গড়েন মিরাজ ও তাওহীদ হৃদয়। এর আগে চতুর্থ ওভারের মধ্যেই ফেরেন তানজিদ হাসান তামিম (১৭) ও নাজমুল হোসেন শান্ত (০)। দলীয় ৬৩ রানে বিদায় নেন আরেক ওপেনার পারভেজ (২৮)। চতুর্থ উইকেট হিসেবে ব্যক্তিগত ২৮ রানে আউট হন মিরাজ। ১২ রানের অবদানে বিদায় নেন শামীম হোসেনও। ব্যক্তিগত সর্বোচ্চ ৫১ রানে হৃদয়ও ফিরলে রানের চাকা আটকে যায় সফরকারীদের। স্কোরকার্ডে আর ৩৩ রান যোগ করে বাকি ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো ও দুশমন্থ চামিরা। ২টি করে নিয়েছেন দুনিথ ওয়েল্লালাগে আর ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এখন দু’দলই খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী বৃহস্পতিবার প্রথম ম্যাচ গড়াবে এই পাল্লেকেলেতেই।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভার, ২৮৫/৭ (কুশল মেন্ডিস ১২৪, চারিথ আসালাঙ্কা ৫৮; মিরাজ ২/৪৮, তাসকিন ২/৫১)
বাংলাদেশ: ৩৯.৪ ওভার, ১৮৬ (হৃদয় ৫১, মিরাজ ২৮, পারভেজ ২৮; আসিথা ৩/৩১, চামিরা ৩/৫১)
ফল: শ্রীলঙ্কা ৯৯ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: কুশল মেন্ডিস
সিরিজ: ২-১ ব্যবধানে শ্রীলঙ্কা জয়ী