খেলা
‘তামিম ভালো বন্ধু রুবেল বেস্ট ফ্রেন্ড’
স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০২৫, বুধবার
বাংলাদেশ ক্রিকেটে গত কয়েক বছরে সবচেয়ে বেশি চর্চা হয়েছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। একসময়কার ঘনিষ্ঠ দুই বন্ধুর মধ্যে এখন আকাশ সমান দূরত্ব। এর মধ্যে মুশফিকুর রহীমকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে বেশ কয়েকবার উল্লেখ করেছেন তামিম। এবার সাকিব বললেন মুশফিক-তামিমদের সঙ্গে সম্পর্ক ভালো হলেও পেসার রুবেল হোসেনই তার বেস্ট ফ্রেন্ড।
দেশের ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি লীগে মাঝে মধ্যে দেখা যায় টাইগার অলরাউন্ডারকে। যুক্তরাষ্ট্রে তেমনি একটি লীগের অনুষ্ঠানে গতকাল রাতে উপস্থিত ছিলেন সাকিব। সেখানে কথা প্রসঙ্গে তামিম ইকবাল এবং মুশফিকুর রহীমের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন সাকিব। প্রায় একই সময়ে জাতীয় দলে এসেছিলেন তারা।
জাতীয় দলের সতীর্থদের নিয়ে সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে আমি তামিম আর মুশফিক ভাইয়ের সঙ্গে খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি, অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলবো আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসঙ্গে কাটিয়েছি। তারাও আমার ভালো বন্ধু।’ এই বয়সে সাকিবের উপলব্ধি ‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছুই নেই, ‘কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে, কিন্তু ক্রিকেটের বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি। এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড।’
একই অনুষ্ঠানে অবশ্য নিজের দ্বিতীয় ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে রুবেলের নাম নেন সাকিব, ‘তাদের সবার সঙ্গেই আমার সম্পর্ক খুব ভালো। তবে আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলবো। আমাদের দারুণ সময় কেটেছে। ক্রিকেটের বাইরে আমি, রুবেল, তাসকিন- আমরা অনেক মজা করে সময় পার করেছি। আমি রুবেলের কথা বলবো, তাসকিনও আছে।’
তামিম সবশেষ বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়েছেন সেই ২০২৩ সালের সেপ্টেম্বরে। এরপর গত বিপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের ‘শেষ’ ঘোষণা করেন তিনি। সাকিব আছেন ক্যারিয়ারের শেষদিকে। এমন ক্ষেত্রে জাতীয় দলের জার্সিতে মাঠে দু’জনের দেখা হওয়ার সম্ভাবনা শূন্যের কোটায়।