খেলা
তাসকিনই সবচেয়ে ‘কৃপণ’ বোলার
স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০২৫, বুধবার
চোট থেকে ফেরার পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেন তাসকিন আহমেদ। ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা পেসার ছিলেন তিনি। ওয়ার্কলোডের কারণে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন। আজ সিরিজের সর্বশেষ ওয়ানডেতে আবারো দলে ফিরেছেন। এর মধ্যে দারুণ একটি তথ্য সামনে এসেছে। ২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১৫০ ওভার বোলিং করেছেন এমন পেসারদের মধ্যে ওয়ানডেতে সেরা ইকোনমি তাসকিন আহমেদের। এক্ষেত্রে তিনি এগিয়ে রাবাদা-হ্যাজলউডের মতো পেসারদের চেয়ে। এ সময়ের মধ্যে ২৭ ইনিংসে ৪৬টি উইকেট শিকার করেছেন তাসকিন। ইকোনমি ছিল ৪ দশমিক ৮৭। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি এ সময়ে ২৬ ইনিংসে ৪৯টি উইকেট শিকার করেছেন। তবে ইকোনমির (৫.১৫) দিক থেকে তাসকিনের পেছনে পড়েছেন। তালিকায় তিনে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ১৯ ইনিংসে ৫.৩২ ইকোনমিতে ৩৩ উইকেট পেয়েছেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড ২২ ইনিংসে ৫.৩৮ ইকোনমিতে ৩০ উইকেট ঝুলিতে পুরেছেন।
গতকাল একাদশে ফিরেও ছন্দ ধরে রাখেন তাসকিন। ১০ ওভার বোলিং করে ৫১ রান খরচায় নেন ২ উইকেট। চারিথ আশালাঙ্কা ও কুশল মেন্ডিস শতরানের জুটি গড়ে এগোচ্ছিলেন। শ্রীলঙ্কাও তখন স্বপ্ন দেখছিল বড় সংগ্রহের। এমন সময়ে চারিথকে থামিয়ে জুটি ভাঙেন তাসকিন।
বেস্ট ইকোনমির পাঁচ পেসার (১লা জানুয়ারি, ২০২৩ থেকে)
খেলোয়াড় দেশ ইনিংস উইকেট ইকোনমি
তাসকিন আহমেদ বাংলাদেশ ২৭ ৪৬ ৪.৮৭
ম্যাট হ্যানরি নিউজিল্যান্ড ২৬ ৪৯ ৫.১৫
কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকা ১৯ ৩৩ ৫.৩২
জস হ্যাজলউড অস্ট্রেলিয়া ২২ ৩০ ৫.৩৮
মোহাম্মদ সিরাজ ভারত ২৭ ৪৭ ৫.৪১