খেলা
শুক্রবার থেকে নতুন মিশনে নামছেন নারী ফুটবলাররা
স্পোর্টস রিপোর্টার
৯ জুলাই ২০২৫, বুধবার
ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে গত রোববার গভীর রাতে দেশে ফিরেছেন নারী ফুটবলাররা। পরদিন ভোরে আবার ভুটানে লীগ খেলতে গেছেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। ভুটান যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মারিয়া মান্দা, শাসমুন্নাহার সিনিয়র ও রূপনা চাকমা। বাকিদেরও বিশ্রাম নেই। মাত্র একদিন বিশ্রামের পর গতকাল সকাল থেকে ফের মাঠে ফিরেছেন মেয়েরা। এবারের মিশন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। হাতে একদম সময় নেই। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের শিরোপা ধরে রাখার লড়াই। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গতবারের যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত। এবার ভারত খেলছে না এই টুর্নামেন্টে। বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কাকে নিয়ে হবে ডাবললীগ ভিত্তিক এই প্রতিযোগিতা। ৬টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। মিয়ানমার জয় করে ইতিহাস গড়া দলের সিংহভাগ ফুটবলারই থাকছেন না এই দলে। অধিনায়ক আফঈদা খন্দকারের সঙ্গে মিয়ানমার সফর করে আসা অন্য যারা অনূর্ধ্ব-২০ দলে খেলবেন তারা হলেন- স্বপ্না রানী, মুনকি আক্তার, জয়নব বিবি রিতা, স্বর্ণা রানী মণ্ডল, মিলি আক্তার, উমেলহা মারমা, নবিরণ বেগম ও মোসাম্মাৎ সাগরকিা। ২৯ ফুটবলার নিয়ে অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন শুরু করবেন পিটার বাটলার। পাশাপাশি অনুশীলন চলবে অনূর্ধ্ব-১৭ দলেরও। সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-২০ দল দ্বিতীয় ম্যাচ খেলবে ১৩ই জুলাই নেপালের বিপক্ষে। উল্লেখ্য সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ২০২৫ সালের সূচি পুনর্বিন্যাসের কারণেই সাফ কর্তৃপক্ষ ২০২৫ সালে অনুষ্ঠেয় নিজেদের সব প্রতিযোগিতার নতুন তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছিল। নতুন সূচি অনুযায়ী, ফেব্রুয়ারির সাফ অনূর্ধ্ব-২০ নারী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জুলাই মাসে।