খেলা
‘কোথায় উন্নতি করা দরকার, সেগুলো ঠিক করার চেষ্টা করব’
স্পোর্টস ডেস্ক
(৩ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ১০:৫৬ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও হেরেছে বাংলাদেশ। গতকাল শেষ ম্যাচের ৯৯ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। এই সিরিজ দিয়েই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয়েছে মেহেদী হাসান মিরাজের। ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক।
পাল্লেকেলেতে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৮৫ রানের পুঁজি গড়ে স্বাগতিক দল। রান তাড়ায় স্রেফ ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এ নিয়ে সিরিজের তিন ম্যাচেই অলআউট হয়েছে সফরকারী দল। মিরাজ-শান্তরা কোনো ম্যাচেই খেলতে পারেননি পূর্ণ ৫০ ওভার। ম্যাচের পর এ প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ‘এটি (৫০ ওভার ব্যাট করতে না পারা) অবশ্যই চিন্তার ব্যাপার। আমি মনে করি প্রপার ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হত। আমি নিজেও অনেক বল খেলতে পারিনি। সামনে অনেক খেলা আছে, যেহেতু আমি এই সিরিজে দায়িত্ব পেলাম। কোথায় উন্নতি করা দরকার, কোচের সঙ্গে কথা বলে সেগুলো ঠিক করার চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘খেলাটা মোমেন্টামের ব্যাপার। যে মোমেন্টাম নিচ্ছে সে-ই আউট হয়ে যাচ্ছে। আমি, (তাওহীদ) হৃদয় কিন্তু মোমেন্টাম ধরে ফেলেছিলাম। আমার আউটের পর তারা মোমেন্টাম পেয়েছে। দুই পার্টনারের স্ট্রাইক রোটেট করে কীভাবে লো রিস্কে খেলা যায়। হাই রিস্ক খেললে আউট হবার চান্স থাকবে। এই জায়গাতে আমাদের কাজ করার দরকার।’
এখন দু’দলই খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী বৃহস্পতিবার প্রথম ম্যাচ গড়াবে এই পাল্লেকেলেতেই।