ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

পাহাড়-ক্যানভাসে ইতিহাস আঁকার ডাক

ইশতিয়াক পারভেজ, ক্যান্ডি, শ্রীলঙ্কা থেকে
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
mzamin

চারিদিকে শুধু সবুজের অবারিত ঢেউ, পাহাড়ের বিশাল ক্যানভাসে আঁকা এক নয়নাভিরাম চিত্র। তারই কোলে ছবির মতো সাজানো ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সেখানেই ভাগ্য নির্ধারণে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে থেকেই বাতাসে গুঞ্জন বৃষ্টির সম্ভাবনা। লঙ্কান সংবাদকর্মীরা জানালেন, আজও এখানে বৃষ্টি নামতে পারে। কিন্তু বৃষ্টি যে এখানে বাংলাদেশের জন্য এক অলৌকিক আশীর্বাদ! ২০১৩, এই পাল্লেকেলেতেই টাইগাররা লিখেছিল এক নতুন ইতিহাস। সেবার হাম্বানটোটায় প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ, দ্বিতীয়টি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তাই পাল্লেকেলেতে সিরিজের শেষ ম্যাচটি হয়ে উঠেছিল এক অলিখিত ফাইনাল। তিলকরত্নে দিলশানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ৩০২ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছিল। মনে হচ্ছিল, বুঝি জয়ের স্বপ্ন অধরাই রয়ে যাবে। কিন্তু প্রকৃতির আশীর্বাদে নামে বৃষ্টি, আর সেই লঙ্কার স্বপ্ন ভাসিয়ে দেয়। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে (ডিএল মেথড) ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইগাররা, আর সিরিজ ড্র হয় ১-১ এ। এবারো দৃশ্যপট অনেকটাই চেনা। কলম্বোতে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হলেও, মেহেদী হাসান মিরাজের দল পরেরটিতে জয় ছিনিয়ে এনে সিরিজে সমতা ফিরিয়েছে। তাই ক্যান্ডিতে আজকের ম্যাচটিও এক অঘোষিত ফাইনাল!  কলম্বোতে দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনার পর আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা। বিশেষ করে, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অবদান দলগত সংহতির এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে। পারভেজ হোসেন ইমন এবং তৌহিদ হৃদয় দায়িত্বশীল অর্ধশতরান করে দলের ইনিংসকে মজবুত ভিত্তি দিয়েছেন। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। মূলত ব্যাটার হিসেবেই দলে তার জায়গা, কিন্তু তিনি বল হাতেও নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন। ৯ ওভার বল করে মাত্র ২২ রান খরচ করে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে সাজঘরে ফিরিয়ে তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা নিয়ে টাইগার অধিনায়ক দারুণ খুশি।
তবে পরিসংখ্যান বলছে, পাল্লেকেলের মাঠে ম্যাচের ভাগ্য নির্ধারণে ব্যাটারদের ভূমিকাই বেশি। কিন্তু যত চিন্তা বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়েই। দলকে ভালো জুটি গড়ার দিকে মনোযোগ দিতে হবে। বিশেষ করে ওপেনাররা আউট হলে মিডল অর্ডারকে দায়িত্ব নিতে হবে। আগের দুই ম্যাচে নাজমুল হোসেন শান্ত ভালো শুরু করেও উইকেট বিলিয়ে দিয়েছেন, যা দলের জন্য চিন্তার কারণ। মিরাজ ব্যাট হাতে তেমন রান করতে পারেননি, আর হৃদয় ও জাকের আলীর পারফরম্যান্সও ছিল উত্থান-পতনের মধ্যে। তবে পেসার তানজিম হাসান শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ওপর কিছু পাল্টা আক্রমণ করে প্রতিরোধ গড়েন। তবে প্রতিদিন তো আর এক রকম হবে না। টসে জিতে ফলাফল যাই হোক, এই ম্যাচে ব্যাটারদের ওপরই থাকবে বড় দায়িত্ব। সাম্প্রতিক ফর্মের দিকে তাকালে, শ্রীলঙ্কা তাদের শেষ পাঁচটি ওয়ানডের মধ্যে চারটি জিতেছে, যেখানে বাংলাদেশ পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। তবে, সিরিজের এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে পরিসংখ্যানের এই হিসাব খুব বেশি প্রভাব ফেলবে বলে মনে হয় না। শ্রীলঙ্কা তাদের বোলিং এবং লোয়ার অর্ডার ব্যাটিং শক্তিশালী করতে মিলান রত্নায়কেকে ফিরিয়ে আনতে পারে। তাদের বোলিং দারুণ শক্তিশালী। প্রথম দুই ম্যাচেই বাংলাদেশকে ভুগিয়েছে। অন্যদিকে, বাংলাদেশের তরুণ বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার জমে ওঠা জুটিগুলো ভেঙে দিয়ে পাঁচ উইকেট শিকার করেন। এটি ছিল তার মাত্র দ্বিতীয় ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজে পরিবর্তিত বোলিং অ্যাকশন কাজ না করায় তিনি তার আসল অ্যাকশনে ফিরে এসেছিলেন এবং তাতেই সাফল্য পেয়েছেন। জানা গেছে, বাংলাদেশ একাদশে আজ ফিরবেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে তিনি চার উইকেট পেলেও, সদ্য ইনজুরি থেকে ফেরায় টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে ঝুঁকি নেয়নি। এখনো লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন খেলার সুযোগ পাননি। তাই তাকে এই ম্যাচে দেখা যেতে পারে, তবে কার বদলে তিনি দলে আসবেন, সেটি প্রশ্ন সাপেক্ষ। শান্তের ঊরুতে টান লাগায় তার খেলা নিয়ে প্রশ্ন ছিল, যদিও চিকিৎসকরা জানিয়েছেন তিনি ভালো আছেন। যদি শেষ পর্যন্ত শান্ত না খেলেন, তাহলে নাঈম শেখ সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status