ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

মোহামেডানের ডেরায় মোস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) এবার শুরু থেকে খেলেননি মোস্তাফিজুর রহমান। শুরুতে জানা গিয়েছিল আর্থিক ইস্যুতে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিই করেননি তিনি। পরে জানা যায়, আসলে চোটে ভুগছেন এই পেসার। তবে সুপার লীগে মাঠে নামার কথা থাকলেও কোন দলের হয়ে খেলবেন সেটা নিয়ে অনিশ্চয়তা ছিলো। এবার জানা গেলো সুপার লীগে মোহামেডানের জার্সি গায়ে মাঠে নামবেন জাতীয় দলের এই পেসার।
ইতিমধ্যে মোহামেডানের জার্সিতে অনুশীলনও করেছেন মোস্তাফিজ। দলটির একটি সূত্র জানিয়েছে, ‘মোস্তাফিজ আমাদের হয়ে সুপার লীগে মাঠে নামবে। এর মধ্যে ও আমাদের অনুশীলনে যোগ দিয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করবে।’ এবারের লীগে মোহামেডানের পেস আক্রমণ সামলাচ্ছেন ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন ও আবু হায়দার রনি। এর সঙ্গে মোস্তাফিজ যোগ দেওয়ায় নিশ্চিতভাবেই দলটির শক্তি ও বিকল্প বাড়বে। তবে জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদকে সুপার লীগে পাচ্ছে না মোহামেডান। গোড়ালির চোটে ছিটকে গেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না এই ডানহাতি পেসার। গেলো ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফেরার পর আর মাঠে নামেননি মোস্তাফিজ। পুরনো কাঁধের চোট ফিরে আসায় ১১ই মার্চ তিনি একটি পিআরপি ইনজেকশনও নিয়েছেন। এর আগে ডিপিএল খেলোয়াড়দের ট্রান্সফারের জন্য টোকেন নেননি এবং চলমান আসরের লীগ পর্বের ম্যাচগুলোতে খেলেননি। ১২০ ম্যাচের লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৯৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ৪৩ রানে ৬ উইকেট তার সেরা বোলিং ফিগার। মূলত সুপার লীগে প্রাইম ব্যাংকের হয়ে খেলার মোস্তাফিজের সঙ্গে মৌখিকভাবে কথা বলে রেখেছিল প্রাইম ব্যাংক। কিন্তু তারা সুপার লীগেই উঠতে পারেনি। এ কারণে মোহামেডান সুযোগ বুঝে এই পেসারকে দলে ভিড়িয়েছে। 
আগামীকাল থেকে শুরু হবে ডিপিএলের সুপার লীগ পর্ব। ২০শে এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে গত ১৩ই এপ্রিল থেকে ক্যাম্প শুরু হয়েছে। জাতীয় দলের ক্রিকেটাররা সেখানে যোগ দেওয়ায় প্রিমিয়ার লীগে ক্লাবগুলো শক্তি হারিয়েছে। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মাহিদুল ইসলাম অংকন। তাদেরকেও সুপার লীগে পাবে না মোহামেডান। এ কারণে শুধু মোস্তাফিজ নয়, আরও কয়েকজন ক্রিকেটারকে দলে ভেড়াচ্ছে মোহামেডান।
লীগ পর্ব শেষে ৯ জয়ে ১৮ পয়েন্ট মোহামেডানের। সমান জয় পেলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষে আবাহনী। ফলে সুপার লীগে শিরোপার দৌড়ে মূলত এই দুই ক্লাবের লড়াইটাই হবে সবচেয়ে বেশি। কেউ এক ম্যাচ হারলেই অন্য দলের শিরোপা জয়ের রাস্তা আরও সহজ হয়ে যাবে। এর মধ্যে আবার প্রথম দুই ম্যাচে অধিনায়ক তাওহীদ হৃদয়কে পাবে না মোহামেডান। লীগ পর্বের শেষ ম্যাচে আম্পায়ারদের সঙ্গে অশোভন আচরন ও সংবাদ মাধ্যমে তাদের নিয়ে কটুক্তি করায় ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।একই সঙ্গে তাকে গুনতে হচ্ছে ৮০ হাজার টাকা জরিমানাও।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status