ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

সুপার লীগ শুরু বুধবার থাকছে রিজার্ভ ডে

স্পোর্টস রিপোর্টার
১৪ এপ্রিল ২০২৫, সোমবার
mzamin

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সুপার লীগ শুরু হবে আগামী বুধবার। তবে কবে কোন ম্যাচ হবে সেটা চূড়ান্ত করেনি প্রিমিয়ার লীগের আয়োজক সিসিডিএম। আগামীকাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) বৈঠক শেষে চূড়ান্ত হতে পারে সুপারলীগের সূচি। আসরের প্রথম পর্ব শেষ হয় গত ১২ই এপ্রিল। সুপার লীগে কোয়ালিফাই করেছে টেবিলের শীর্ষ ৬ দল। আবাহনী ও মোহামেডান সমান পয়েন্ট নিয়ে সুপার লীগে খেলবে। তবে শেষ ম্যাচে মোহামেডানের কাছে হেরেও রান রেটে শীর্ষে আকাশী-নীলরা। এছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ও লিজেন্ডস অফ রূপগঞ্জ খেলবে সুপার লীগে। 
আগামীকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে সুপার লীগ ও রেলিগেশন লীগে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে সিসিডিএম। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মাঠে গড়াবে ডিপিএলের সুপার লীগ ও রেলিগেশন লীগ। ডিপিএলের মতো মিরপুর এবং বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে হবে ম্যাচগুলো। তবে জানা যায়, আগামী ২৩শে এপ্রিল ফের মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান। আর সুপার লীগের ম্যাচগুলো হবে ১৬, ১৮, ২০, ২৩ ও ২৫শে এপ্রিল। গেলো শনিবার আবাহনীকে হারিয়েছে সাদা-কালোরা। যেটা কিনা আবাহনীর বিপক্ষে ঢাকা লীগে তাদের ৯ বছরে প্রথম জয়। সুপার লীগ শেষে দুই দলের পয়েন্টই সমান ১৮। শিরোপা জয়ের দৌড়ে এই দুই ক্লাবই এগিয়ে।
বৈশাখ মাসে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকে যে কোনো সময়। সুপার লীগে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে ঘুরে যেতে পারে শিরোপা নির্ধারণের সমীকরণ। এক্ষেত্রে রিজার্ভ ডে রাখা হতে পারে। তবে ক্লাবগুলো থেকে প্রস্তাব আসতে হবে। তারা যদি রিজার্ভ ডে রাখার দাবি করে তাহলে সিসিডিএম এটা করবে।
এ নিয়ে সিসিডিএমের সমন্বয়ক সাব্বির রুবেল বলেন, ‘সব কিছু ঠিক থাকলে ১৬ই এপ্রিল থেকে সুপার লীগ আমরা শুরু করতে চাইছি। এখনো সূচি ঠিক করিনি, ১৫ তারিখ সিসিডিএম সবগুলো দল নিয়ে একটা সভা করবে সেখনেই চুড়ান্ত হবে। কারণ দলগুলোর দাবি আছে রিজার্ভডে’র। আমরা সব দলের সঙ্গে বসে তাদের সবার মতামত থাকলে সিদ্ধান্ত নিবো।’ 
লীগ পর্বের মতো সুপার লীগও হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। সেক্ষেত্রে ম্যাচ হবে ৫টি। লীগ আর সুপার লীগ পর্ব মিলিয়ে যে দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন। লীগ পর্বে শেষ রাউন্ডের আগে বাকি সবার থেকে শিরোপা জয়ের দৌড়ে কিছুটা হলেও এগিয়ে ছিলো আবাহনী। তবে শনিবার তাদের হারিয়ে লড়াই এক পাল্লায় এনেছে মোহামেডান।
১১ ম্যাচে ৬৫৫ রান নিয়ে লীগ পর্ব শেষে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের এনামুল হক বিজয়। ৫৬৯ রান নিয়ে ৩ নম্বরে আবাহনীর পারভেজ হোসেন ইমন। 
শীর্ষে বাকি ৩ জন হলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নাঈম শেখ (৬১৮), ধানমন্ডি স্পোর্টস ক্লাবের নুরুল হাসান সোহান (৫২২) ও অগ্রণী ব্যাংকের সাদমান ইসলাম (৪৬৯)। এর মধ্যে সোহান ও নাঈমের দল সুপার লীগে উঠতে পারেনি আর সাদমান ইসলাম যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। ফলে তাদের লীগ এবার এখানেই শেষ। সেক্ষেত্রে ৪৫০ রান করা অগ্রনী ব্যাংকের অমিত হাসান, তার অধিনায়ক ৪৪৪ রান করা ইমরুল কায়েস, লিজেন্ডস অফ রুপঞ্জের ৪১৯ রান করা তানজীদ হাসান তামিমদের সামনে থাকছে রান বাড়িয়ে নেওয়ার সুযোগ। একই সুযোগ তো বিজয় আর ইমনও পাচ্ছেন।
বোলিংয়ে সমান সর্বোচ্চ ২৩টি করে উইকেট নিয়েছেন আবাহনীর রাকিবুল ও মোহামেডানের তাইজুল ইসলাম। তাইজুল টেস্ট ক্যাম্পে যোগ দেওয়ায় রাকিবুলের শীর্ষে থাকার লড়াই কিছুটা হলেও কমেছে। যদিও ২০ উইকেট নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকত। লিজেন্ডস অফ রুপগঞ্জের শরিফুল ইসলামেরও শিকার ২০ উইকেট। সুপার লীগে ওঠা আরেক ক্লাব গুলশান ক্রিকেট ক্লাবের আসাদ্দুজামান পায়েলও নিয়েছেন ২০ উইকেট।

খেলা থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status