খেলা
কৃষ্ণাকে ছাড়াই ভুটান গেলেন আরও পাঁচ জন
স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, সোমবার
আগেই গেছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাৎসুশিমা সুমাইয়া। এবার ভুটানের লীগে খেলতে থিম্পুর উদ্দেশ্যে দেশ ছেড়েছেন আরও পাঁচ জন। গতকাল ভুটান পাড়ি দেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। বাফুফের সূত্রে জানা গিয়েছে, তাদের সঙ্গে যোগ দেয়ার কথা থাকলেও ওয়ার্ক পারমিট হাতে না পাওয়ায় যাওয়া হয়নি কৃষ্ণা রানী সরকারের।
চলতি মাসের প্রথম সপ্তাহে ভুটান যাওয়া সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা খেলবেন ভুটানের ক্লাব পারো এফসির হয়ে। ট্রান্সপোর্ট ইউনাইটেডে ডিফেন্ডার মাসুরার সতীর্থ হিসেবে গোলপোস্টের নিচে থাকবেন রুপনা। অপেক্ষায় থাকা কৃষ্ণারও খেলার কথা আছে এই দলে। থিম্পু সিটির জার্সিতে মাঠে নামবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার। যদিও মোসাম্মৎ সাগরিকাকে চেয়েছিল ট্রান্সপোর্ট। তবে ফিফার নিয়ম অনুযায়ী বয়স ১৮ পূর্ণ না হওয়ার যাওয়া হচ্ছে না তার। এর আগে মালদ্বীপ ও ভারতীয় ঘরোয়া লীগে খেলেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। ভারতের সেথু এফসিতে খেলেছেন কৃষ্ণা রানী। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সি জড়িয়ে মাঠে নেমেছেন সানজিদা আক্তার। গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলেন চার টাইগ্রেস ফুটবলার। তারা হলেন সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা। সেবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লীগে খেলতে তাদের দলে ভেড়ায় ভুটানের ক্লাবটি।
আগামী ১৫ই এপ্রিল শুরু হবার কথা রয়েছে ভুটান লীগের। প্রায় ছয় মাস চলে দেশটির নারী লীগ ফুটবল। এর মধ্যে সেখানে উড়ে যাওয়া খেলোয়াড়েরা যদি জাতীয় দলে ডাক পায়, তবে ফের বাংলাদেশের বিমান ধরতে হবে তাদের।