খেলা
এসএ গেমসে নারী ফুটবল দলও পাঠাবে বাফুফে
স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, সোমবার
আসন্ন পাকিস্তান এসএ গেমসে (দক্ষিণ এশিয় গেমস) এবার পুরুষ দলের পাশাপাশি নারী ফুটবল দলও অংশগ্রহণ করবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে (বিএও) দলীয় ডিসিপ্লিনের সভায় বাফুফে নারী ফুটবল দলকে এসএ গেমসে পাঠানোর বিষয়ে জানায়।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ট্রেনিং অ্যান্ড ডেভলপমেন্ট কমিটির সদস্য সচিব একে সরকার বলেন, ‘ফুটবল এবার দুই দলই পাঠাতে চায়। নারী ফুটবল দল টানা দুই বার দক্ষিণ এশিয়ার সেরা। আমরা এসএ গেমসেও তাদের কাছ থেকে স্বর্ণ পদকই আশা করি।’ এর আগে ২০১৯ সালে নেপালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসে বাংলাদেশের পুরুষ ফুটবল দল গেলেও নারীরা সেবার এ প্রতিযোগিতায় অংশ নেয়নি।
গতকাল বিওএ মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে একমত পোষণ করে বাফুফেও কোচিং স্টাফের পাশাপাশি খেলোয়াড় সংখ্যা বাড়ানোর দাবি করে। আন্তর্জাতিক ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের হলেও গেমসে সেটা হয় ২০ জনের। তাই এবার স্কোয়াডের সংখ্যা বাড়ানোর বিষয়ে তাগিদ দেয় বাফুফে। এদিন অন্যান্য ডিসিপ্লিনের তুলনায় দুই শীর্ষ ফেডারেশন বাফুফে ও বিসিবি একজন এক্সিকিউটিভ পাঠান। মিটিংয়ে বিসিবি’র হাই পারফরম্যান্স বিভাগের ম্যানেজার জামাল বাবু বলেন, ‘গত আসরে নারী ও পুরুষ দুই বিভাগেই আমাদের স্বর্ণ ছিল। এবারও সেই লক্ষ্যে প্রস্তুতি থাকবে। আমরা বিওএ’র কাছে অনুরোধ করেছি কোচিং স্টাফের সংখ্যা যেন বৃদ্ধি করা হয়।’
এছাড়াও মিটিংয়ে থাকা হ্যান্ডবল, কাবাডি, ভলিবল, বাস্কেটবলসহ বিভিন্ন ডিসিপ্লিনের কর্মকর্তারা তাদের দাবির কথা তুলে ধরেন। আগামী বছর ২৩ থেকে ৩১শে জানুয়ারি পাকিস্তানে এসএ গেমস আয়োজনের সূচি নির্ধারিত করা হয়। গেমসের জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন দুই ধাপে ২৫ ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছে। ফেডারেশনগুলোর প্রস্তাব আগামী ২৩শে এপ্রিল বিওএ নির্বাহী কমিটির সভায় পর্যালোচনা হবে। সেই সভার পর বিওএ সরকারের কাছে বাজেট ও গেমসের ভেন্যু সংক্রান্ত সহায়তা চাইবে।