খেলা
বার্সার অজেয় যাত্রা রুখবে কে!
স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, সোমবার
স্প্যানিশ লা লিগায় লেগানেসের মাঠে ছড়ি ঘোরালেও তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। ঘরের মাঠে জবাবটা ভালোই দেয় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের জালে নিজেরাই বল জড়িয়ে দেয় লেগানেস। শনিবার শেষ পর্যন্ত ওই এক গোলেই জয় নিশ্চিত হয় বার্সেলোনার। এখন পর্যন্ত টানা ২৪ ম্যাচে হারেনি কাতালুনিয়ান ক্লাবটি। চলতি মৌসুমের আগের দেখায় গত ডিসেম্বরে নিজেদের মাঠে বার্সেলোনা হারে একই ব্যবধানে। এবার লেগানেসের ডেরায় গিয়ে প্রতিশোধটা নিয়ে নিল কাতালানরা। অবশ্য ঠিক প্রতিশোধ বলা চলে না। এদিন ৬টির মধ্যে কেবল ১টি শট লক্ষ্যে রাখতে পারে লেগানেস। বার্সার ১২টি শটের মধ্যে লক্ষ্যে থাকে ৩টি। বিরতির আগে পর্যন্ত বেশ কয়েকটি দুর্দান্ত সুযোগ তৈরি করে সফরকারীরা। ২২তম মিনিটে তো প্রায় এগিয়েই যাচ্ছিল বার্সা। তবে জুল কুন্দের শট এক প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে উপরের পোস্টে ঢুকতে থাকলে ঝাঁপিয়ে পড়ে সে যাত্রায় রক্ষা করেন গোলকিপার মার্কো দিমিত্রোভিচ। ৩১তম মিনিটে লামিন ইয়ামালের শট গিয়ে লাগে পাশের জালে। এর মাঝে বার্সেলোনার রক্ষণে কয়েকবার হানা দেয় লেগানেস। বিরতির পর মাঠে ফিরে স্বাগতিকদের ভুলে এগিয়ে যায় কাতালুনিয়ান ক্লাবটি। ৪৮তম মিনিটে বাঁ প্রান্ত থেকে রবার্ট লেভানদোভস্কির উদ্দেশ্যে থ্রু বল বাড়ান রাফিনহা। পোলিশ তারকার আগেই স্লাইড করে তা ক্লিয়ার করতে চান হোর্হে সায়েন্স। কিন্তু হায়, বিধি বাম! এই স্প্যানিশ ডিফেন্ডারের পায়ে লেগে বল গড়িয়ে ঢুকে যায় নিজেদের পোস্টেই। গোলকিপারের তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। ৬১তম মিনিটে ডি বক্সের ভেতর সফরকারীদের ডিফেন্ডার ইনিগো মার্টিনেজের হাতে বল লাগলে পেনাল্টির জোর আবেদন জানায় লেগানেস। তবে তাতে সাড়া মেলেনি রেফারির। ৬৯তম মিনিটে প্রথমবারের মতো লক্ষ্য শট রাখতে সক্ষম হয় বার্সেলোনা। ইয়ামালের শট আটকে দেন লেগানেস গোলকিপার। ঠিক পরের মিনিটেই হেডে বার্সা জালে বল পাঠান দানি রাবা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেটি। বাকিটা সময়ে আক্রমণ-প্রতি আক্রমণেও গোলের দেখা পায়নি কোনো দল। জয়ের স্বস্তির মধ্যেই অস্বস্তির খবর পায় বার্সেলোনা। চোট পেয়ে বিরতির আগে মাঠ ছাড়তে হয় দলের তরুণ ডিফেন্ডার আলেহান্দ্রো বালদেকে। ৩১ ম্যাচ শেষে ২২ জয়, ৪ ড্র ও ৫ হারে ৭০ পয়েন্টে শীর্ষস্থানটা আরও পোক্ত করল কাতালানরা। এদিনের জয়ে বার্সার অজেয় যাত্রা পৌঁছে গেল টানা ২৪ ম্যাচে। ক্লাব ইতিহাসে এর চেয়ে টানা বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আছে আরও তিনবার। ২০০৫-০৬ মৌসুমে ফ্র্যাঙ্ক রাইকার্ডের অধীনেও টানা ২৪ ম্যাচে অপরাজিত ছিল বার্সেলোনা। পরের রেকর্ডটি ১৯৭৩-৭৪ মৌসুমে, রাইনাস মিশেলেসের আমলে। সেবার টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকলে কাতালানরা। এছাড়া ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুমে আর্নেস্তো ভালভার্দের অধীনে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকে বার্সা। তবে ক্লাবটির টানা সবচেয়ে বেশি অপরাজিত থাকার রেকর্ডটি ২০১৫-১৬ মৌসুমে, কোচ লুইস এনরিকের অধীনে।