খেলা
ফাইনালের আগে জোড়া ধাক্কা রিয়াল শিবিরে
স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
স্প্যানিশ লা লিগায় শিরোপার লড়াইয়ে শেষ ভাগে রয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এখন কোনো ম্যাচে পা হড়কালেই বিপদ। বুধবার তেমনই এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তুর্কি তরুণ আর্দা গুলেরের দুর্দান্ত এক গোলে গেটাফের ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফেরে অল হোয়াইটরা। তবে ম্যাচে ডেভিড আলাবা আর এদুয়ার্দো কামাভিঙ্গার চোটে চিন্তার ভাঁজ পড়েছে রিয়াল বস কার্লো আনচেলোত্তির কপালে। রিয়াল মাদ্রিদের সামনে রয়েছে আরেকটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, কোপা দেল রে’র ফাইনাল। আগামী শনিবার লস ব্লাঙ্কোসরা সেভিয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে। এরপর রয়েছে লা লিগার ফিরতি এল ক্লাসিকো, যেটিকে শিরোপা নির্ধারণী ম্যাচ বলে ধরা হচ্ছে। তাই বেশ ঝুঁকি নিয়েই গেটাফের বিপক্ষে একাদশ সাজান রিয়াল বস কার্লো আনচেলোত্তি। আগের অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচ থেকে এদিন ছয়টি পরিবর্তন আনেন এই ইতালিয়ান কোচ। চোটের কারণে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বাইরে থাকবেন তা আগেই জানা গিয়েছিল। তার সঙ্গে বেঞ্চে থাকেন অ্যান্টনিও রুডিগার, জুড বেলিংহ্যাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকা মদরিচ, দানি সেবায়োস আর রদ্রিগো গোয়েজ। শুরুর একাদশে নামেন দুই তরুণ তুর্কি গুলের আর এন্ড্রিক। ঘরের মাঠে রিয়ালকে বেশ ভালোই জবাব দিয়েছে গেটাফে। এদিন সফরকারীদের গোলের দিকে ২০টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে পারে গেটাফে। রিয়ালের ১৪টির মধ্যে লক্ষ্যে থাকে ৭টি। অচেনা স্কোয়াড হলেও শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে অল হোয়াইটরা। একেরপর এক আক্রমণে তারা হুমকিতে রাখে স্বাগতিকদের। এরই মধ্যে ২১তম মিনিটে সবাইকে চমকে দিয়ে দুর্দান্ত এক গোল করেন ২০ বছর বয়সী মিডফিল্ডার গুলের। গোলকিপার দাভিদ সোরিয়ার হাতে লাগলেও সেটি রুখতে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত এই গোলেই নিশ্চিত হয় সফরকারীদের জয়। তবে শেষ দিকে ফাউলের শিকার হয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন কামাভিঙ্গা, যা কিনা কোপার ফাইনালের আগে চিন্তার কারণ হতে পারে রিয়ালের জন্য। একই ধাক্কা খান আলাবাও। জয়ের পর দুজনের চোট প্রসঙ্গে কার্লো আনচেলোত্তি বলেন, ‘আগামীকাল (গতকাল) আমরা দেখব কি হয়। আমার মনে হয় দুজনই মাংসপেশির ব্যথায় ভুগছে। শনিবার (কোপা ফাইনাল) খেলাটা তাদের জন্য অবশ্যই কঠিন হবে।’ রিয়ালের একাদশে নামা আলাবাকে ৪৫ মিনিটে মাঠ থেকে তুলে নেন আনচেলত্তি। তার বদলি হিসেবে নামা কামাভিঙ্গা ৮৫ মিনিটে কুঁচকিতে চোট পান।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ব্যথার কাছে হার মেনে বাধ্য হয়েই তাকে মাঠের বাইরে যেতে হয়। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ আর না থাকায় কামাভিঙ্গা উঠে যাওয়ার পর ১০ জন নিয়ে খেলে রিয়াল। এদিনের জয়ে ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল লস ব্লাঙ্কোসরা। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।