ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

প্রিমিয়ার লীগে টিকে রইলো ব্রাদার্স, নেমে গেল পারটেক্স

স্পোর্টস রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

জয় বাদে যে কোনো ফল এলেই প্রথম বিভাগে নেমে যেতে হবে! এমন বাঁচা মরার লড়াইয়ে ব্যাট হাতে ব্রাদার্সের আশার প্রদীপ হয়ে ওঠেন মাহফিজুল ইসলাম রবিন। যদিও মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি।  তবে তার ব্যাটে চড়েই প্রিমিয়ার লীগে টিকে থাকার লড়াইয়ে বড় সংগ্রহ পায় ব্রাদার্স। পরে বোলারদের নৈপুণ্যে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে অল্পতে থামিয়ে প্রিমিয়ার লীগে টিকে থাকলো গোপীবাগের দলটি। আর এই হারে প্রথম বিভাগে নেমে গেছে পারটেক্স। 
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল পারটেক্সকে ১১৩ রানে হারায় ব্রাদার্স। রবিনের ৯৮ রানের উপর ভরে আগে ব্যাটিং করা দলটির পুঁজি দাঁড়ায় ২৯৪ রান। এরপর রাকিবুল ইসলাম ও অলক কাপালির স্পিন ভেলকিতে ১৮১ রানে গুটিয়ে যায় পারটেক্স। ১০ চার ও ৫ ছক্কায় ৯৮ রান করা রবিনের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। এর আগে ব্রাদার্সের বিপক্ষে হেরেই প্রথম বিভাগে নেমে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আগামী মৌসুমে তাদের জায়গায় ডিপিএলে দেখা যাবে সিটি ক্লাব ও ঢাকা লিওপার্ডসকে।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পারটেক্স। পুরো আসরের মতো বাঁচা মরার লড়াইয়েও সাব্বির রহমান ব্যাট হাতে ব্যর্থ! তার ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ওপেনার আদিল কিছুটা লড়াই করে গেছেন। তবে এই উইকেটরক্ষক ব্যাটারকে কেউই সঙ্গ দিতে পারেননি। ৭৪ বল খেলে তিনি করেন ৯ চার ও ২ ছ্‌ক্কায় ৮৫ রান। কিন্তু এর পর দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল দুজন পারটেক্স ব্যাটসম্যান। আহরার আমিন পিয়ানের ৩৩ ও মোহাম্মদ রাকিবের ১৭ রান ছাড়া বাকি শুধু এসেছেন আর গিয়েছেন। তাতে ৩৭.১ ওভারেই অলআউট হয়ে যায় পারটেক্স। ব্রাদার্সের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন অলক কাপালি ও রাকিবুল আতিক।
এর আগে ব্রাদার্সকে দুর্দান্ত শুরু এনে দেন রবিন ও অধিনায়ক মাইশুকুর রহমান রিয়েল। দুজনে মিলে গড়েন ১২০ রানের জুটি। ৭৩ বলে ৫০ রান করা রিয়েল আউট হলে ভাঙে তাদের জুটি। এরপর মিজানুর রহমানকে নিয়ে ৭০ রানের জুটি গড়ে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন রবিন। কিন্তু তীরে গিয়ে তরী ডোবে তার! ৯৮ রান করতে খেলেন ৯৭ বল। হাঁকান ১০টি চার ও ৫টি ছক্কা। এর পর আইচ মোল্লার ৪৮ ও মিজানুর রহমানের ৪২ রানে তিনশ ছুই ছুই পুঁজি পায় ব্রাদার্স। পারটেক্সের হয়ে ২টি করে উইকেট নেন শহিদুল ইসলাম, আলাউদ্দিন বাবু ও ইয়াসিন মুনতাসির।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status