ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ১৮ হাজার ৩০০ টিকিট

স্পোর্টস রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ই জুন হোম ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে করার সব প্রস্তুতি চলছে। ইংলিশ লীগে খেলা হামজা চৌধুরীর দেশের মাটিতে অভিষেক হবে এই ম্যাচ দিয়ে। এছাড়া কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সোম কিংবা বৃটেন প্রবাসী ফরোয়ার্ড কিউবা মিচেলেরও অভিষেক হওয়ার কথা রয়েছে। তাই এখন থেকেই দর্শকদের মাঝে ম্যাচের টিকিট পাওয়া নিয়ে আশা-প্রত্যাশা বেড়ে গেছে। বাফুফেও তা অনুভব করছে। হামজার অভিষেক ম্যাচে ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রির পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এই ম্যাচকে সামনে রেখে গতকাল সভা করেছে বাফুফে’র কম্পিটিশন কমিটি। এই কমিটির চেয়ারম্যান বাফুফে’র নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস সভা শেষে বলেন, ‘হামজার ম্যাচকে সামনে রেখে দর্শকদের আগ্রহ বাড়ছে।

এছাড়া অনেক দিন পর এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হবে। এশিয়ান কাপের বাছাই পর্বে আগে ভারতের সঙ্গে ড্র করায় প্রত্যাশাও বেড়েছে। আমরা দর্শক-সমর্থকদের আগ্রহটা বুঝতে পারছি। টিকিট প্রাপ্তি নিয়ে এখনই অনেকে জানতে চাইছেন। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ সভা শেষে আরামবাগ ক্লাবের সভাপতি তাজওয়ার আউয়াল ম্যাচ ও মাঠ নিয়ে বলেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। সমর্থকরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন এজন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহায়তা করছে।’ বাফুফেও অনলাইনে টিকিট বিক্রি করতে চাইছে জানিয়ে তাজওয়ার বলেন, ‘আমরা অনলাইনে টিকিট বিক্রি করবো। টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। পরবর্তীতে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।’

টিকিটের দাম ঠিক হয়নি। আসন বিন্যাস ও দাম নিয়ে তিনি বলেন, ‘গ্যালারির (সাধারণ) জন্য আমরা ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবো। এছাড়া অন্য ক্যাটাগরি থাকবে। কোন ক্যাটাগরির টিকিট কত সেটা সব বিবেচনা করেই করা হবে। সমর্থকরা যেন খেলা দেখতে আসতে পারেন এবং টিকিটের মাধ্যমে বাফুফের আয়ও হয়, দুই দিকই বিবেচনা করা হবে।’ ১০ই জুন ম্যাচের আগে বাফুফে সমর্থকদের জন্য সুন্দর পরিবেশ উপহার দিতে পারবে কিনা এ নিয়ে কম্পিটিশন কমিটির সদস্য বলেন, ‘আজকের দিন পর্যন্ত যা আছে ঠিক আছে। আমরা সপ্তাহে সপ্তাহে সভায় বসবো এবং পর্যবেক্ষণ করবো। সমর্থকদের জন্য আমরা ভালো পরিবেশ দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status