খেলা
৩৩৬ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত
স্পোর্টস ডেস্ক
(১০ ঘন্টা আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ১২:০০ পূর্বাহ্ন

আকাশ দিপের বলে বড় শট খেলেন ব্রাইডন কার্স। কাভারে সেটা ধরে ভারতের জয় নিশ্চিত করেন অধিনায়ক শুবমান গিল। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয়বারে ১৬১ রানের সঙ্গে দারুণ নেতৃত্বে চমৎকার ম্যাচ কাটানো গিলের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
এজবাস্টনে রোববার ম্যাচের শেষ দিন ৬০৮ রানের ২৭১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এই মাঠে স্বাগতিকদের বিপক্ষে নবম দেখায় এটিই ভারতের প্রথম। প্রথম ইনিংসে ৪টির পর দ্বিতীয়বার ৬ উইকেট নিয়ে ৩৩৬ রানের জয়ে ২৮ বছর বয়সী পেসারও রাখেন বড় অবদান।