ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

লেস্টার সিটির সর্বকালের সেরা ফুটবলার জেমি, বললেন সাবেক সতীর্থ

স্পোর্টস ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১০:৫৯ পূর্বাহ্ন

mzamin

লেস্টার সিটি অধিনায়ক জেমি ভার্ডি চলতি মৌসুম শেষে বিদায় নিচ্ছেন। ক্লাব থেকে বিদায়বেলায় জেমিকে 'সর্বকালের সেরা’ হিসেবে ব্যাখ্যা দেন সাবেক সতীর্থ মার্ক অ্যালব্রাইটন। 
মার্ক বিবিসি স্পোর্টসকে বলেন, ' সে (জেমি) অবশ্যই লেস্টারের সর্বকালের সেরা খেলোয়াড়। ব্যক্তিগতভাবে এবং দলের সাথে সে যা কিছু অর্জন করেছে তা লেস্টারের ভক্ত এবং ক্লাব কখনই ভুলবে না। এটা সবার জন্য কঠিন হতে চলেছে কারণ মানুষ তাকে দেখে বড় হয়েছে। ক্লাবের আশেপাশে তাকে না পেয়ে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে সবার।'

২০১৬ সালের প্রিমিয়ার লীগ শিরোপা জয়ী দলের শেষ সদস্য হিসেবে ক্লাবটিতে ছিলেন জেমি। সর্বশেষ ক্লাবটি বৃহস্পতিবার এক ঘোষণায় জেমির চলে যাওয়ার খবর নিশ্চিত করে। 
লেস্টার সিটি এক বিবৃতি দিয়ে জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে ১৩ মৌসুম শেষে এই গ্রীষ্মে লিস্টার সিটি ছেড়ে চলে যাবেন লিজেন্ডারি স্ট্রাইকার জেমি ভার্ডি। লিস্টারে তিনি ছিলেন আমাদের সর্বকালের সেরা খেলোয়াড়'। 
লেস্টারের হয়ে শেষ ম্যাচের পর জেমি বলেন, 'এটা আমার জন্য অবসর নয়। আমি এখনো খেলতে চাই এবং যা করতে সবচেয়ে বেশি উপভোগ করি, গোল করতে চাই। আমার বয়স হয়তো ৩৮ বছর, কিন্তু আমার এখনও আরও অনেক কিছু অর্জন করার ইচ্ছা আছে।' 
ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক এ ফরোয়ার্ড ২০১২ সালে লীগের বাইরের দল ফ্লিটউড টাউন থেকে লিস্টারে যোগ দেন। এ পর্যন্ত ব্যক্তিগত প্রায় ৫০০ ম্যাচে ১৯৮ গোল করেন তিনি। লেস্টারের হয়ে ৪৯৬ ম্যাচে জেমি ১৯৮টি গোল করেন। 
এর আগে গত আগস্টে লেস্টার সিটি বস ডিন স্মিথ বলেন, "আমি তাকে (জেমি) টেক্সট করেছিলাম এবং জানতে চেয়েছিলাম যে সে আমেরিকায় আসতে চায় কিনা। কিন্তু আমি জানতাম যে লেস্টারকে প্রিমিয়ার লীগে ফিরিয়ে আনার পর এটি বেশ কঠিন হবে আমাদের জন্য।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status