খেলা
টাইগারদের পাকিস্তান যেতে সরকারের সবুজ সংকেত
স্পোর্টস রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০৬ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের জন্য বিসিবিকে সবুজ সংকেত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের জন্য টাইগারদের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা ছিল। এক্ষেত্রে সরকারের অনুমতির অপেক্ষায় ছিল বিসিবি। অবশেষে সবুজ সংকেত মিলেছে। বিসিবির একজন শীর্ষ পরিচালক দৈনিক মানবজমিনকে এটা নিশ্চিত করেছে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য তাই নতুন সূচি বিসিবির কাছে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই সূচি অনুযায়ী, সিরিজ শুরু হবে ২৭শে মে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার দুই ভাগে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। আগামী শনিবার ও সোমবার শারজাহতে হবে ম্যাচ দুটি। এরপর দুবাই থেকেই সরাসরি পাকিস্তানের যাওয়ার কথা লিটন কুমার দাসের দলের।