খেলা
পিএসএলের বাকি অংশ বাংলাদেশে আয়োজনের পরামর্শ
স্পোর্টস ডেস্ক
(২০ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

ভারতের সঙ্গে সামরিক সংঘাতের জের ধরে পাকিস্তান সুপার লীগ ন(পিএসএল) সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু সেখানে শেষ পর্যন্ত হচ্ছে না পিএসএলের বাকি ৮ ম্যাচ। পুনরায় শুরু হলে পাকিস্তানের এক ভেন্যুতেই আয়োজন করা হতে পারে এটি। তবে বিদেশী খেলোয়াড়রা এই মুহূর্তে আবার পাকিস্তান ফিরবেন কিনা তা নিয়ে আছে সংশয়। এই অবস্থায় পিএসএলের বাকি অংশ বাংলাদেশের আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী।
গত ৮ই মে পিএসএলের ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতের ড্রোন বিস্ফোরণ হয়। তাৎক্ষণিকভাবেই স্থগিত হয়ে যায় সেদিনের পূর্বনির্ধারিত পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। পরদিন স্থগিত করা হয় পুরো টুর্নামেন্ট। এরপর জানানো হয় সংযুক্ত আরব আমিরাতে হবে বাকি অংশ। যদিও দুইদিন পরই জানা যায়, পাকিস্তানেই পিএসএল রাখতে চায় পিসিবি। কিন্তু যুদ্ধ বিরতিতে ভারত ও পাকিস্তান সম্মতি দিলেও সাময়িক উত্তেজনার রেশ কাটতে কিছুটা হলেও সময় লাগবে। তাই পাকিস্তানের বাইরে পিএসএল আয়োজনের পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি।
বাসিত বলেন, 'যদি টুর্নামেন্টে কোনো ঝামেলার সৃষ্টি হয় দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন। যেখানে স্টেডিয়ামগুলো ক্লাবের ম্যাচগুলোতেও দর্শক দিয়ে পরিপূর্ণ থাকে।'
পিএসএলের দশম আসরে বাকি আছে আর আটটি ম্যাচ— লীগ পর্বে ৪টি, ৩টি প্লে-অফ এবং ফাইনাল। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সই কেবল প্লে-অফ নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১৩। এ ছাড়া ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই-তিনে অবস্থান করছে করাচি কিংস (৮ ম্যাচ) ও ইসলামাবাদ ইউনাইটেড (৯ ম্যাচ)। পরের তিনটি দল লাহোর কালান্দার্স (৯ পয়েন্ট), পেশোয়ার জালমি (৮ পয়েন্ট) ও মুলতান সুলতান্স (২ পয়েন্ট)।
পাঠকের মতামত
ঝামেলায় জড়ানোর দরকার কি??/