খেলা
আগেভাগেই আসছেন হামজা-শমিত
স্পোর্টস রিপোর্টার
১৬ মে ২০২৫, শুক্রবার
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ভুটানের বিপক্ষে একটি ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এ ম্যাচ দিয়েই ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর। এর আগে গত ২৫শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে প্রথমবার খেলতে নামেন ইংলিশ লীগের এই তারকা। তবে ঘরের মাঠে অভিষেকের জন্য মুখিয়ে রয়েছেন হামজা। তাই এবার একটু আগেভাগেই ঢাকায় আসছেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা যায়, ৩১শে মে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। হামজা ১ বা ২রা জুন ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন। তার তিন চারদিন পরেই ঢাকায় পা দেবেন শমিত সোম। হামজার প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা থাকলেও শমিত খেলবেন না এটা নিশ্চিত। সরাসরি ১০ই জুন লাল সবুজ জার্সিতে দেখা যাবে কানাডা প্রবাসী এই ফুটবলারকে। ভারতের বিপক্ষে অভিষেকের পর ঢাকায় ফিরেছিলেন হামজা। তবে বেশি সময় থাকেননি। বিমান ধরেন লন্ডনের। যাওয়ার আগে লাল-সবুজের সুপারস্টার বলেন, ‘সবকিছুর জন্য শুধুই ধন্যবাদ। যা হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, জুনে আবারও আসব। আমার শারীরিক সুস্থ্যতা এবং সন্তানের জন্য দোয়া করবেন। জুনের দুটি বড় ম্যাচের সময় দেখা হবে।’ এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজার মাথায় এখন শুধু ২৪শে মে সান্ডারল্যান্ডের বিপক্ষে প্লে-অফের ফাইনাল। সেটি টপকাতে পারলেই তার দল নিশ্চিত করবে প্রিমিয়ার লীগে খেলা। তবে লেস্টার সিটি থেকে ধারে খেলা হামজা কি শেফিল্ডেই খেলবেন, তা এখনও নিশ্চিত নয়। হামজা-শমিতের আসার দিনক্ষণ চূড়ান্ত হলেও হেড কোচ হাভিয়ের কাবরেরা কবে আসবেন তা নিশ্চিত করতে পারছে না বাফুফে । এই মুহূর্তে প্যারাগুয়েতে আছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান তুষার। ফিফা কংগ্রেসে যোগ দিতেই তাদের প্যারাগুয়ে যাত্রা। যেখানে তাদের সঙ্গে যেতে পারেননি বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ। ঢাকা বিমানবন্দর থেকেই মঙ্গলবার ভোরে এএফসি নির্বাহী কমিটির সদস্যকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে দুদকের নিষেধাজ্ঞায় তাকে যেতে দেয়া হয়নি। এজন্য বাফুফের নির্বাহী কমিটির অনেকে বিব্রত। নারী ফুটবল কমিটির প্রধান গত কয়েক বছরে বেশ কয়েকবারই নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছিলেন। কাজী সালাউদ্দিনের অত্যন্ত আস্থাভাজন কিরণ তাবিথ আউয়ালের কমিটিতেও বেশ প্রাধান্য পাচ্ছেন। তাবিথ আউয়াল কিরণের ওপরই নারী ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বহাল রেখেছেন। পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো সেই কমিটি পূর্ণাঙ্গ হয়নি, ফলে কিরণের হাতেই এখনো নারী ফুটবলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এ নিয়ে ফেডারেশন কর্তাদের একাংশের তীব্র ক্ষোভ। এসব কারণেই মিডিয়া এড়িয়ে চলছেন বাফুফে বস। তাই কাবরেরার আসার সঠিক সময় জানা যায়নি।