খেলা
জাতীয় দলের ফাঁকে আইপিএলে খেলতে পারবেন মোস্তাফিজ
স্পোর্টস রিপোর্টার
১৬ মে ২০২৫, শুক্রবারমেগা নিলামে দল না পেলেও শেষভাগে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। তবে যেদিন তাকে দলে ভেড়ানোর খবর দেয় দিল্লি, সেদিন জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের প্লেনে ওঠেন ফিজ। এমনকি বিসিবি থেকে জানানো হয়, এই বাঁহাতি পেসারের দল পাওয়া নিয়ে তারা কিছুই জানেন না। গতকাল অবশ্য সকালেই আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন মোস্তাফিজ। অন্যদিকে পাকিস্তানের ঘরোয়া আসর- পিএসএলে দল পাওয়া সাকিব আল হাসান আবেদন করেছেন বিসিবিতে।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে স্থগিত হয়ে যায় আইপিএল ও পিএসএল। আগামী ১৭ই মে পুনরায় শুরু হচ্ছে আইপিএল। খেলা শুরু হলেও নানান কারণে অনেক বিদেশি ক্রিকেটার আর ফিরছেন না, ফলে মৌসুমের বাকি অংশের জন্য বদলি নেওয়ার সুযোগ দেওয়া হয়। ফ্রেজার ম্যাকগুর্ক না ফেরায় তার জায়গায় মোস্তাফিজকে নিয়েছে তারা। শোনা যাচ্ছে মিচেল স্টার্কের ফেরা নিয়েও অনিশ্চয়তা আছে, জন্য বাংলাদেশি পেসারকে রেকর্ড ৬ কোটি রুপি দিয়ে নিয়েছে তারা। ১৮ই মে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ আছে দিল্লির। আর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ১৭ ও ১৯শে মে। জাতীয় দলের খেলা রেখে মোস্তাফিজকে আইপিএলে যেতে দিবে না বিসিবি। দিল্লির পরের দুই ম্যাচ ২১ ও ২৪শে মে। আর বাংলাদেশ দল যদি পাকিস্তান যায় সেক্ষেত্রে সিরিজের প্রথম ম্যাচ ২৭শে মে।
মোস্তাফিজকে জাতীয় দলের খেলার ফাঁকে আইপিএল খেলার অনুমতি দিবে বিসিবি। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু মানবজমিনকে বলেন, ‘আমাদের নিয়মটা কি, জাতীয় দলের দায়িত্বের বাইরে খেলতে পারবে। কিন্তু ন্যাশনাল ডিউটি আগে। এটা দুই বা ১০ ম্যাচ হোক সেটা বিষয় না। ১৯শে মে পর্যন্ত বাংলাদেশের খেলা আছে, সেক্ষেত্রে এর আগে তো যেতে পারবে না। ১৭ ও ১৯ তারিখে আমাদের দুটি ম্যাচ আছে আমিরাতের বিপক্ষে। জাতীয় দলের খেলা শেষ হলে বাকি দুই ম্যাচ খেলতে বাধা থাকবে না মোস্তাফিজের।’ আর সাকিব আল হাসান এখন আর বিসিবি’র চুক্তিবদ্ধ ক্রিকেটার নন। ফলে তাকে পিএসএল খেলার অনুমতি ইতিমধ্যে দিয়েছে বিসিবি। সাকিবকে দলে ভিড়িয়েছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। সাকিব যেহেতু চুক্তিতে নেই, দলেও সুযোগ পাচ্ছে না সেহেতু তাকে অনাপত্তিপত্র দিতে মোটেও ভাবতে হয়নি বিসিবিকে।