ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

আনচেলোত্তি কী পারবেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে!

স্পোর্টস ডেস্ক

(৪ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:৪৪ অপরাহ্ন

mzamin

ব্রাজিল আর রিয়াল মাদ্রিদের মধ্যে বড় পার্থক্য একটি দেশের জাতীয় ফুটবল দল আর অন্যটি ক্লাব। তাছাড়া দুই দলেই তারকা ফুটবলার দিয়ে পরিপূর্ণ থাকে। সেক্ষেত্রে ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি শুধু ক্লাব থেকে একটি জাতীয় দলে তার দায়িত্ব পরিবর্তন করেছেন। ব্রাজিলের মতো বড় দল হওয়ায় এ নিয়ে আলোচনা শুরু হয়েছে যে, ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতেই এসেছেন আনচেলোত্তি। 

গুরুত্বপূর্ণ একটি বিষয় আগেই বলা হয়েছে—ব্রাজিল ফুটবলের ঐতিহ্য ও সংস্কৃতি সমন্ধে ভালো জানাশোনা। দেশটির অতীত কিংবদন্তিদের সঙ্গে ভালো বোঝাপড়া। পাশাপাশি বর্তমান একটি বিষয়ও খুব গুরুত্বপূর্ণ। ব্রাজিল জাতীয় দলে খেলা বর্তমান তারকা খেলোয়াড়দের অধিকাংশেরও খোলনলচে জানেন আনচেলত্তি।  
২০২২ বিশ্বকাপের কোয়াটার ফাইনালে ব্রাজিল যখন ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল। তখন ব্রাজিলের অন্যতম সাবেক মিডফিল্ডার জিকো ফিফার সঙ্গে মতবিনিময় করে বলছিলেন, তিনি যদি তিতের (ব্রাজিলের সাবেক কোচ) জায়গায় কাউকে দেখতে চান তাহলে সে হবেন আনচেলোত্তি। 

‘বি সকার’ এর হিসাবে, ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আনচেলত্তি বর্তমানে  চতুর্থ সর্বোচ্চ (৩১) শিরোপাজয়ী কোচ। প্রথম কোচ হিসেবে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লীগ। এমন কোচকে যেকোনো দলই পেতে চাইবে। এদিকে আনচেলোত্তি জানিয়ে দিয়েছিলেন, রিয়ালই হবে তার কোচিং ক্যারিয়ারের শেষ ক্লাব। ক্লাবের মধ্যে যেমন রিয়াল মাদ্রিদকে নিয়ে সবাই মেতে থাকে। সেখানে ফুটবলের ধ্যানজ্ঞান নিয়ে বেঁচে থাকা ব্রাজিলের ক্ষেত্রে তা আরও স্বাভাবিক বিষয়।  

ফিফার তথ্যমতে, ক্লাবে কোচিং ক্যারিয়ারে ৪০ জনের বেশি ব্রাজিলিয়ান খেলোয়াড়কে নিজের অধীনে পেয়েছেন আনচেলোত্তি। এর মধ্যে অনেকেই তারকা এবং কিংবদন্তি হয়ে উঠেছেন। পার্মার কোচ হিসেবে পেয়েছেন জে মারিয়া, আদাইলতন, আমারালকে। জুভেন্টাসে ছিলেন এথিরসন। এসি মিলানে পেয়েছেন কিংবদন্তিদের—দিদা, কাফু, কাকা, রোনালদিনিও, রোনালদো। পাশাপাশি আলেক্সান্দার পাতো, রকি জুনিয়র, এমারসন, লিওনার্দোরাও ছিলেন। চেলসিতে রামিরেস, ডেভিড লুইজ; পিএসজিতে থিয়াগো সিলভা ও লুকাস মউরা। বায়ার্ন মিউনিখে রাফিনিয়া ও ডগলাস কস্তা। এভারটনে রিচার্লিসন, বের্নার্দ ও অ্যালেন। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো,মিলিতাও, এনদ্রিক, মার্সেলো, কাসেমিরো, লুকাস সিলভা, ভিনিসিয়ুস তোবিয়াস ও উইলিয়ান হোসে।
গত ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর গত ২৩ বছরে পাঁচটি বিশ্বকাপে প্রতিবারই ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিয়েছে দলটি। ইউরোপিয়ান এই জটিল সমস্যার সমাধান বের করতে আনচেলোত্তির দিকেই তাকিয়ে রয়েছে সবাই। 

তবে সবার আগে আনচেলোত্তিকে আগে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পাইয়ে দিতে হবে ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৬ই জুন ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১১ই জুন তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিল। 
বিশ্বকাপের পরিবর্তিত কাঠামো অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে ছয়টি দেশ। 
 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status