ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

৬ গোলের ম্যাচেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৫, শুক্রবার
mzamin

মেজর লীগ সকারে (এমএলএস) পেপাল পার্কে রীতিমত গোলবন্যা হয়েছে গতকাল। কখনো স্বাগতিক সান জোসে আর্থকোয়েকস, আবার কখনো ইন্টার মায়ামি। গোলবন্যার এই ম্যাচে অবদান রাখতে পারেননি মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। একের পর এক মিস করেছেন গোলের সুযোগ। শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে দু’দল।
বাংলাদেশ সময় গতকাল সকালে শেষ হওয়া ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেন মেসি। তবে দিনটা নিজের পক্ষে যায়নি এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের। গোলের দিকে মেসির নেয়া ৫টি শটের ৩টিই ছিল লক্ষ্যভ্রষ্ট। ৭বার ড্রিবল করতে গিয়ে ব্যর্থ হয়েছেন ৪বারই। এদিন অ্যাসিস্টও আসেনি এই জাদুকরের পা থেকে। ম্যাচের শেষে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে উল্টো একটি হলুদ কার্ড দেখেন সর্বোচ্চ আট বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ম্যাচের তৃতীয় মিনিটের মধ্যেই স্কোরলাইন হয় ১-১। ৩৫তম সেকেন্ডে জর্দি আলবার পাস থেকে মায়ামির প্রথম গোলটি করেন ম্যাক্সিমিয়ানো ফ্যালকন। এটি ক্লাবটির ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল। গত বছরের আগস্টে ৩১ সেকেন্ডে দ্রুততম গোলটি করেছিলেন লুইস সুয়ারেজ। তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন ২০২২-এ ৩৩ সেকেন্ডে গোল করা লিওনার্দো কাম্পানা। দুই মিনিটের মধ্যে ক্রিস্টিয়ান আরাঙ্গো সমতায় ফেরায় আর্থকোয়েকসকে। আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ার এই ক্লাবটিকে সংক্ষেপে ডাকা হয় ‘কোয়েকস’ নামে। ৩৭তম মিনিটে বাউ লেরক্সের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির বাঁশি বাজার এক মিনিট আগে মায়ামিকে ফের সমতায় ফেরান তাদেও আলেন্দে। বিরতির যোগ করা সময়ের মধ্যেই আবারও কোয়েকসে এগিয়ে নেন ইয়ান হার্কেস। মাঠে ফিরে ৫২তম মিনিটে মায়ামির তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন আলেন্দে। ম্যাচের যোগ করা সময়েও মেসির দারুণ একটি প্রচেষ্টা নষ্ট করে দেন গোলকিপার দানিয়েল।
৩-৩ গোলে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। ম্যাচের পর মায়ামি বস হাভিয়ের মাশচেরানো বলেন, ‘আমাদের জন্য কঠিন একটি ম্যাচ ছিল। এটি তেমন যে আমরা একই ভুল বারবার করছি। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য যদি আমাদের লড়াই করতে হয়, তাহলে এটি অভাবনীয়। তাই শেষ পর্যন্ত, একটি দল হিসেবে, আমাদের এক ধাপ এগিয়ে যেতে হবে এবং এ থেকে শিক্ষা নিতে হবে।’
সম্প্রতি সময়টা মোটেই ভালো যাচ্ছে না মায়ামির। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ ম্যাচে মেসিরা জয় দেখেছে স্রেফ ২ ম্যাচে। একটি গোলশূন্যসহ আজকের ম্যাচ নিয়ে ড্র ২টি, আর হার বাকি ৪ ম্যাচে। এদিনের ড্রয়ে ১২ ম্যাচে ৬ জয়, ৪ ড্র ও ২ হারে ২২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তালিকার পঞ্চম মাশচেরানোর শিষ্যরা। একটি করে ম্যাচ বেশি খেলা সিনসিনাটি ও ফিলাডেলফিয়া যথাক্রমে ২৮ ও ২৬ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয়।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status