খেলা
আবারো জিএম নর্ম মিস মননের
স্পোর্টস রিপোর্টার
১৬ মে ২০২৫, শুক্রবারআবারো গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম মিস করলেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা। বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে অনুষ্ঠিত এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় ইরানের গ্র্যান্ডমাস্টার ইদানি পোওয়ার সঙ্গে ড্র করেছেন। ২৬৩০ রেটিংধারী জিএমকে রুলে দিলেও এই টুর্নামেন্ট থেকে কাক্সিক্ষত জিএম নর্ম পাচ্ছেন না নীড়। কারন গ্র্যান্ডমাস্টার নর্ম পেতে হলে নয় রাউন্ড শেষে পারফরম্যান্স রেটিং ২৬০০+ থাকতে হয়। এই ড্রয়ের পর নীড়ের রেটিং ২৫২৮। শেষ রাউন্ডে চাইনিজ গ্র্যান্ডমাস্টারকে হারালেও ২৬০০ রেটিং অতিক্রম করবে না। ফলে এই টুর্নামেন্ট থেকে নীড়ের আর জিএম নর্ম পাওয়া সম্ভব নয়, এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন।