খেলা
সোহানের দুর্দান্ত সেঞ্চুরি, তবু অস্বস্তিতে বাংলাদেশ ‘এ’
স্পোর্টস রিপোর্টার
১৬ মে ২০২৫, শুক্রবারআগের দিন ৪ উইকেট নেওয়া খালেদ আহমেদ গতকাল নেন আরও ২ উইকেট। নিউজিল্যান্ড ‘এ’ দলকে অল্পতে থামালেও বাংলাদেশের ব্যাটাররা দ্রুত ড্রেসিংরুমে ফেরা শুরু করেন। ৮১ রানে ৪ উইকেট হারানোর পর স্রোতের বিপরীতে পাল্টা আক্রমণ শুরু করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। দুর্দান্ত ফর্মে থাকা এই ডানহাতি ব্যাটারের ব্যাট থেকে এলো দারুণ এক সেঞ্চুরি। তবে অধিনায়ক পথ দেখালেও বাকিরা অনুসরণ করতে পারেননি। যে কারণে সোহানের সেঞ্চুরির পরও ভালো অবস্থানে নেই বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ‘এ’ দল এগিয়ে ৭ রানে। বাংলাদেশ ‘এ’ দলের উইকেট বাকি দুটি। সফরকারীদের ২৫৬ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে স্বাগতিকরা। চাপের মধ্যে ঢাল হয়ে দাঁড়ানো সোহান খেলেন ৮৮ বলে ১০৭ রানের দুর্দান্ত এক ইনিংস। গতকাল ৮ উইকেটে ২২৬ রান নিয়ে দিন শুরু করে কিউইদের প্রথম ইনিংস শেষ হয় ২৫৬ রানে। আগের দিনের চার উইকেটের সঙ্গে আরও দুটি উইকেট যোগ করে সৈয়দ খালেদ আহমেদ থামেন ৫৯ রানে ৬ উইকেট নিয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ৫ উইকেটে স্বাদ পেলেন তিনি নবমবার। এরপর ৩৫ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে বিজয় ফিরলে ভাঙে এই জুটি। এর আগে ৩৭ বলে ২৪ রান করেন তিনি। জাতীয় দলের মতো ‘এ’ দলের জার্সিতেও ব্যর্থ জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। স্টাম্পের বেশ বাইরের বলে আলগা ড্রাইভ খেলে কিপারকে ক্যাচ দেন জাকির (১২)। জয় চার রানে জীবন পান গালিতে ক্যাচ দিয়ে। কিন্তু চারটি চারে ১৮ করে স্লিপে ক্যাচ দেন অফ সটাম্পের বাইরের বলে। গেলো জাতীয় ক্রিকেট লীগে সর্বোচ্চ রান করা অমিত হাসান শুরুটা ভালো করলেও থিতু হতে পারেননি। লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে হুক করে ধরা পড়েন তিনি সীমানায় (২৮ বলে ২৪)। ৮১ বলে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে স্রোতের বিপরীতে লড়াই শুরু করেন অধিনায়ক সোহান। সোহান শুরু থেকেই আগ্রাসী ছিলেন, তবে অঙ্কন ছিলেন সতর্ক। ২৪ বলে কোনো রান না পাওয়ার পর অন ড্রাইভে চার মেরে প্রথম রানের দেখা পান তিনি। অন সাইডে ঝাঁক ধরে ফিল্ডার রেখে শর্ট বল করে গেছে কিউইরা। সোহান পুল-হুক খেলে গেছেন। সোহান যখন ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন সঙ্গী অঙ্কনের রান তখন ৩৭ বলে ৫। ৯০ ছোঁয়ার পর বাঁহাতি স্পিনার জেডন লেনক্সকে টানা দুই বলে একইরকম পুল শটে চার ও ছক্কা মেরে ৭৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সোহান। ৭৯ বলে ২৫ রান করা অঙ্কন আউট হলে ভাঙে ১৩২ রানের জুটি। পরের ওভারে ফেরেন সোহানও! ১১ চার ও ৫ ছক্কায় ৮৮ বলে ১০৭ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। প্রথম শ্রেণির ক্রিকেটে তার দ্বাদশ শতরান এটি। এরপর খালেদও বাজে শট খেলে আউট হলে ৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। নাঈম বিদায় নেন ২০ রান করে।