খেলা
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি বাড়লো রেকর্ড পরিমাণে, বাংলাদেশ পাবে কত
স্পোর্টস ডেস্ক
(১০ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৪:১৫ অপরাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী ১১ই জুন লর্ডসে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এর প্রায় এক মাস আগে আজ ২০২৩-২৫ চক্রের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের দুই চক্রে নবম হয়ে বাংলাদেশের প্রাপ্তি ছিল ১ লাখ মার্কিন ডলার করে। এবার সাতে থেকে আসর শেষ করে টাইগাররা পাবে এর সাত গুনেরও বেশি, ৭ লাখ ২০ হাজার ডলার। নিচের দিকের প্রাইজমানিই যদি এতটা বাড়ে, তবে উপরের দলগুলোর অর্থবৃদ্ধির কথা সহজেই অনুমেয়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জয়ী ও রানার্সআপ দলের জন্য এবারের প্রাইজমানি বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি। এমনকি রানার্সআপ দল গত দুই আসরের চ্যাম্পিয়ন দল থেকেও বেশি অর্থ পাবে। এবারের চ্যাম্পিয়নদের জন্য থাকছে রেকর্ড ৩৬ লাখ ডলার, গত দুই আসরে এর পরিমান ছিল ১৬ লাখ ডলার করে। যেখানে আগের দুই আসরে ফাইনালে হেরে যাওয়া দল পেয়েছে ৮ লাখ ডলার করে, সেখানে এবারের রানার্সআপ দল পাবে ২১ লাখ ডলার। এবার তৃতীয় হওয়া ভারতের পকেটে ঢুকবে ১৪ লাখ ৪০ হাজার ডলার। প্রথম আসরের বিজয়ী ও এবার চতুর্থ হওয়া নিউজিল্যান্ড পাচ্ছে ১২ লাখ ২০ হাজার ডলার। পাঁচে থেকে শেষ করা ইংল্যান্ড পাবে ৯ লাখ ৬০ হাজার, ছয়ে থাকা শ্রীলঙ্কা পাবে ৮ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশের পরে আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাবে ৫ কোটি ডলার। নয়ে থাকা পাকিস্তানের একাউন্টে ঢুকবে ৪ লাখ ৮০ হাজার ডলার। গত দুই আসরেই ষষ্ঠ থেকে নবম চার দলের প্রাইজমানিই ছিল সমান ১ লাখ ডলার করে।