খেলা
শেষমুহূর্তের গোলে রিয়ালের জয়, অপেক্ষা বাড়লো বার্সার
স্পোর্টস ডেস্ক
(৮ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১১:১২ পূর্বাহ্ন

স্প্যানিশ লা লিগায় এদিন রিয়াল মাদ্রিদের জয় ছাড়া অন্য যেকোনো ফল শিরোপা উৎসবে মাতাতো বার্সেলোনাকে। সেই পথে কাতালানদের অনেকটা এগিয়ে দিয়ে শুরুর একাদশ মিনিটেই গোল করে বসে মায়োর্কা। এই স্কোরলাইনে বিরতির বাঁশি বাজলে বার্সা লীগ জয়ের প্রস্তুতি হয়তো নিয়েই রেখেছিল। তবে মাঠে ফিরে দুর্দান্ত প্রত্যাবর্তন করলো অল হোয়াইটরা। ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করলেন প্রথমবার রিয়ালের সেরা একাদশে জায়গা পাওয়া তরুণ ডিফেন্ডার হাকোবো রামোন।
কার্লো আনচেলোত্তির চোট জর্জরিত শিবিরে এদিন ৯জনই ছিল চোট বা নিষেধাজ্ঞায়। এমনটা না হলে সেরা একাদশ তো দূর, স্কোয়াডেও হয়তো জায়গা হতো না ২০ বছর বয়সী রামোনের। সান্তিয়াগো বার্নাব্যুতে গোলের দিকে এদিন গুনে গুনে ৩৯ শটের মধ্যে ১৩টিই লক্ষ্যে রাখে স্বাগতিকরা। অন্যদিকে পুরো ম্যাচ জুরে স্রেফ ২৮ শতাংশ বল নিজেদের দখলে পাওয়া মায়োর্কা ৪টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ২টি। রক্ষণের ভুলে প্রথম গোলটি হজম করে রিয়াল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৬ গোল হজম করেছে স্প্যানিশ জায়ান্টরা, যা ২০০৩-০৪ মৌসুমের পর নিজেদের সর্বোচ্চ। সেবারও সমপরিমাণ গোল হজম করে ক্লাবটি। বিরতির আগ পর্যন্ত একের পর এক আক্রমণেও জাল খুঁজে পায়নি এমবাপ্পে-বেলিংহ্যামরা। মাঠে ফিরে ৬৮তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের গোলে সমতায় ফেরে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৫৪ ম্যাচে ৪০ গোল করলেন এই বিশ্বকাপজয়ী তারকা। স্পেনের পেশাদার ফুটবলে নিজের প্রথম মৌসুমে এর চেয়ে বেশি গোল হয়েছে একবারই, ১৯৯৬–৯৭ মৌসুমে। বার্সার হয়ে সেবার ৪৭ গোল করেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। এদিন গোলের সংখ্যা আরও বাড়তে পারত, যদি না মায়োর্কা গোলকিপার লিও রোমান বাধ সাধতো। গত মাসে বার্সার বিপক্ষে ১২টি সেভ দেয়া এই স্প্যানিশ গোলকিপার এদিন সেভ করেন ১১টি শট। যোগ করা পঞ্চম মিনিটে নায়ক বনে যান রামোন। রিয়ালের কর্নার ক্লিয়ার হওয়ার পর ডি বক্সের বাইরে থেকে হেডে এগিয়ে দেন হেসুস ভালেহো। দুর্দান্ত ভলিতে লক্ষ্যভেদ করেন রামোন।