ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

সনকে ‘সন্তানের বাবা’ দাবি করে হুমকি, গ্রেপ্তার দু’জন

স্পোর্টস ডেস্ক

(৯ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৩ অপরাহ্ন

mzamin

দক্ষিণ কোরিয়ার অধিনায়ক ও ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের সন হিউং-মিনকে হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে দু’জন গ্রেপ্তার হয়েছেন। তাদের একজন ২০ বছর বয়সী নারী ও অন্যজন ৪০ বছর বয়সী পুরুষ। ওই নারী অন্তঃসত্ত্বা এবং সেই অনাগত সন্তানের বাবা সন, এমনটা দাবি করে সনের থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করেন তারা। 
অভিযোগ থেকে জানা যায়, গত বছরের জুনে সনকে ওই নারী হুমকি দেন যে, তার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন তিনি এবং সেই অনাগত সন্তানের বাবা সন নিজে। এসব ধামাচাপা দেয়ার বিনিময়ে কয়েক লাখ ওন (দক্ষিণ কোরিয়ান মুদ্রা) দাবি করেন সেই নারী। সন তাতে অস্বীকৃতি জানালে গ্রেপ্তার হওয়া সেই পুরুষ গত মার্চে সনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে আলাভাবে অর্থ আদায়ের চেষ্টা চালায়। গত ৭ই মে পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন সনের প্রতিনিধিরা এবং ওই দু’জনের দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম পুলিশ গত সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলে বুধবার স্থানীয় আদালত তা অনুমোদন করেন। এরপরই অভিযান চালিয়ে সনকে ক্রমাগত হুমকি দিয়ে যাওয়া সেই দু’জনকে আটক করে পুলিশ। তারা জানায়, বৃহস্পতিবার একজন নারী ও পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি চেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
সনের সংস্থা ‘সন অ্যান্ড ফুটবল লিমিটেড’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আপনাদের বলতে চাই, সন হিউং-মিন স্পষ্টতই ব্ল্যাকমেলের শিকার। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পাওয়া মাত্রই আপনাদের বিস্তারিত জানানো হবে।’
২০১৫তে জার্মান শীর্ষ লীগের ক্লাব বায়ার লেভারকুসেন থেকে ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম হটস্পারে পাড়ি জমান সন। এরপর থেকে টানা এক দশক খেলছেন স্পার্সদের হয়েই। ইংলিশ প্রিমিয়ার লীগের পরবর্তী ম্যাচে আগামীকাল অ্যাস্টন ভিলার মাঠে খেলতে নামবে সনরা।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status