ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

মোস্তাফিজ কি আদৌ আইপিএলে যেতে পারবেন

স্পোর্টস রিপোর্টার
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
mzamin

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস যখন মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর পোস্ট দিলো, তখন এ টাইগার পেসার প্রস্তুতি নিচ্ছেন এয়ারপোর্টে যাওয়ার জন্য! না ভারত নয়, গতকাল বিকালে জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠেছেন তিনি। আইপিএলে দল পাওয়ায় গতকাল বাংলাদেশ ক্রিকেটে মোস্তাফিজই ছিলেন আলোচনার শীর্ষে। যদিও দল পেলেও মোস্তাফিজ আইপিএলে যেতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ২০১৬ সালের পর থেকে আইপিএলের প্রতি আসরেই খেলেছেন মোস্তাফিজুর রহমান। তবে চলতি আইপিএলের মেগা নিলামেও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এরপর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে আইপিএলের অনেক কিছুই বদলে যায়। এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি। এতে অনেক ক্রিকেটারই দেশে ফিরে গেছেন। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক দেশে ফিরেছেন। তিনি আর ফিরতে না চাওয়ায় বদলি হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। 

আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। মোস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে ছয় লাখ ডলার দিয়ে মাশরাফি বিন মুর্তজাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার তা ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ। দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে নেওয়া হয়েছে। দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন ফিজ। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

তবে মোস্তাফিজ কি আদৌ  আইপিএলে যেতে পারবেন! গতকাল বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন দৈনিক মানবজমিনকে জানিয়েছেন তারা এ বিষয়ে কিছু জানেন না। তিনি বলেন, ্তুআমরা তো আপনাদের (সংবাদ মাধ্যম) মাধ্যমেই জানলাম যে ও দল পেয়েছে! কিন্তু দিল্লি এ ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তার চেয়ে বড় বিষয়, মোস্তাফিজ তো এ ব্যাপারে আবেদন বা আলোচনা কিছুই করেনি। আমরা এখন পর্যন্ত যেটা জানি সে জাতীয় দলের সঙ্গেই আছে।’ বিসিবি’র শীর্ষস্থানীয় এক পরিচালক মোস্তাফিজের ওপর বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন,  ‘সে দল পেয়েছে এটা দেখলাম। কিন্তু এটা কি আজ (গতকাল) দুপুরে ফিজকে ফোন দিয়েই তারা পোস্ট করেছে! কমপক্ষে ২-১ দিন ধরে আলোচনা হয়েছে নিশ্চয়ই। কারণ ভিত্তিমূল্য থেকে কিন্তু ৩ গুণ বেশি অর্থ পাচ্ছে সে। তাহলে সে কেনো দেশে থাকতে আমাদের জানালো না! জাতীয় দলের সিরিজ খেলতে চলে গেলো, তার আগ মুহূর্তে আইপিএলের একটি দল তাকে পাওয়ার বিষয়ে জানালো। অথচ আমরা কিছুই জানি না! এটা হতাশাজনক।’ মোস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে অবশ্য ওই পরিচালক কিছু জানাতে পারেননি। আর বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমকে ভিন্ন ভিন্ন নাম্বারে কল করা হলেও তিনি রিসিভ করেননি। মোস্তাফিজ প্লেনে থাকায় তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সবমিলিয়ে আইপিএলে দল পাওয়া বা খেলতে যাওয়া, মোস্তাফিজকে নিয়ে আছে সংশয়। 

আইপিএলে সবমিলিয়ে এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মোস্তাফিজ। সবমিলিয়ে আইপিএলে মোট ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন এই বাহাতি পেসার।

এবারের আইপিএলে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে। চারে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে আছে। আইপিএলের লীগ পর্বে দিল্লির বাকি আর ৩ ম্যাচ। অস্ট্রেলিয়ানদের বেশিরভাগ আর চলতি আইপিএলে ফিরতে আগ্রহী নন। সেক্ষেত্রে মিচেল স্টার্ককেও হারাতে পারে দিল্লি। তেমন হলে বাকি ৩ ম্যাচেই দেখা যেতে পারে ফিজকে। সেখানেও থাঙ্গারাসু নটরাজনের সঙ্গে লড়তে হতে পারে তাকে। আগামী ১৭ই মে পুনরায় শুরু হবে আইপিএলের চলতি আসর। দিল্লির প্রথম ম্যাচ ১৮ই মে গুজরাট টাইটানসের বিপক্ষে। এর আগের দিনই দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজের দলে আছেন মোস্তাফিজ।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status