ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

পর্দার আড়ালের ঘটনা অনুমান করা কঠিন, কোহলির অবসর প্রসঙ্গে কাইফ

স্পোর্টস ডেস্ক

(১২ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ২:১৩ অপরাহ্ন

mzamin

পাঁচ দিনের ব্যবধানে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের অভিজ্ঞ দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর থেকেই, বিশেষ করে কোহলির অবসরের সিদ্ধান্ত হইচই ফেলে দিয়েছে বিশ্ব ক্রিকেটে। এরই মধ্যে এই প্রসঙ্গে বোমা ফাটালেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তার দাবি, টেস্টে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন কোহলি। তবে গত কয়েক বছরে লাল বলে তার ফর্ম বিবেচনা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও নির্বাচকদের সমর্থক পাননি তিনি। আর তাতেই এই সংস্করণকে বিদায় জানিয়েছেন দেশটির তারকা ব্যাটার।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের এক সাক্ষাৎকারে কাইফ এটিও বলেন, আসলেই কী ঘটেছে তা হয়তো জানা যাবে না। পর্দার পেছনে কী হয়েছে, তা অনুমান করাও খুব কঠিন বলে মন্তব্য করেন তিনি। শুধুমাত্র নিজের চিন্তাটাই সাক্ষাৎকারে সামনে এনেছেন দেশের এই সাবেক ক্রিকেটার। সম্প্রতি টেস্টে ক্রিকেটে কোহলির সময়টা ভালো না গেলেও ভক্তদের মনে আশা ছিল যে এই সংস্করণে আরও কিছুদিন খেলবেন তিনি। আসন্ন ইংল্যান্ড সফরেও তাকে দেখার কথা ভাবছিলেন সবাই। সে কারণে চলতি বছরের শুরুতে দিল্লির হয়ে রঞ্জিতেও ফেরেন ৩৬ বছর বয়সী কোহলি। তবে রোহিতের পরপরই জানা যায়, বিসিসিআইকে টেস্ট ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। নির্বাচকরা তাকে বিষয়টা নিয়ে পুনরায় ভেবে দেখতে বললেও দু-একদিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান এই ডানহাতি ব্যাটার। এই প্রসঙ্গ তুলে ধরে কাইফ বলেন, ‘আমার মনে হয় সে এই সংস্করণে খেলতে চেয়েছিল। বিসিসিআইয়ের সঙ্গে নিশ্চয়ই তার ব্যক্তিগত পর্যায়ে কথা হয়েছে, নির্বাচকরা হয়ত গত ৫-৬ বছরের ফর্ম দেখে তাকে জানিয়েছেন যে দলে আর জায়গা হবে না। আসলে কী ঘটেছে, সেটি আমরা কখনওই জানতে পারব না। পর্দার পেছনে কী ঘটেছে, সেটিও অনুমান করা কঠিন।’ এর ব্যাখ্যা দিয়ে ভারতের হয়ে ১৩ টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলা কাইফ যোগ করেন, ‘শেষ মুহূর্তে নেয়া সিদ্ধান্ত ও রঞ্জিতে খেলা, আমি অবশ্যই মনে করি সে আগামী টেস্টগুলোতে ফিরতে চেয়েছিল। গত কয়েক সপ্তাহে যা যা ঘটেছে, তার প্রেক্ষিতে বিসিসিআই এবং নির্বাচকদের থেকে যে সমর্থন পাওয়ার কথা সে ভাবছিল, তা হয়তো পায়নি।’
২০১১তে লাল বলের আঙিনায় পা রাখা কোহলি সাদা জার্সিটি খুলে রাখার আগে ১২৩ ম্যাচে ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান, যা কিনা ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। রয়েছে ৩০টি সেঞ্চুরি, ৭টি ডাবল সেঞ্চুরি। ফিফটি ৭১টি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সাদা বলের এই সংস্করণকেও বিদায় জানিয়ে দেন তিনি। এখন শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই বিচরণ করতে দেখা যাবে কোহলিকে।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status