খেলা
টেবিলের তলানিতে থেকে সুপার লীগ শুরু করবে লিজেন্ডস অব রূপগঞ্জ
স্পোর্টস ডেস্ক
(২ দিন আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ৮:৪৪ অপরাহ্ন

লিজেন্ডস অব রূপগঞ্জের সুযোগ ছিল শেষ ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসার। তবে রোববার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে বড় ব্যবধানে হেরে যায় সাইফ হাসান, সৌম্য সরকাররা। মিরপুর শেরেবাংলা মাঠে অগ্রণী ব্যাংকের কাছে ৮৯ রানের হার দেখে তারা। এ জয়ে পঞ্চম স্থানে উঠে আসে অগ্রণী ব্যাংক (পয়েন্ট ১৪)। সমান ১১ ম্যাচে চতুর্থ হারে ১৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থেকে সুপার লীগ শুরু করবে লিজেন্ডস অব রূপগঞ্জ।
দিনের অন্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। রেলিগেশন লীগে খেলতে হবে ব্রাদার্সকে। রেলিগেশন লীগ খেলবে পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবও। এদিনের আরেক ম্যাচে ধানমণ্ডি স্পোর্টস ক্লাবকে ২ উইকেটে হারায় পারটেক্স ক্রিকেট ক্লাব।
প্রথম পর্বের ১১ ম্যাচে সমান ৯টি করে জয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনীর লিমিটেডের। মুখোমুখি লড়াইয়ে প্রায় ৯ বছর পর আবাহনীকে হারানোর স্বাদ নিয়েছে মোহামেডান। তবে নেট রান রেটে শীর্ষে আবাহনী।
টেবিলের তৃতীয় স্থানে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হকের এ দলটি শেষ ১১ ম্যাচে পেয়েছে ৮ জয়। চার নম্বর স্থানে তরুণ ক্রিকেটার আজিজুল হাকিমের গুলশান ক্রিকেট ক্লাব। এরপর আছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট সংগ্রহ এবার প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লীগে ফেরা দলটির। পঞ্চম স্থানে আছে অগ্রণী ব্যাংক।