খেলা
জোড়া গোলে দুর্বার রোনালদো
স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, সোমবার
বয়সটাকে এখনো নিয়মিত বুড়ো আঙ্গুল দেখিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দূরপাল্লার শট, ওভারহেড কিক, বাইসাইকেল শট, বুলেট গতির ভলি, এই বয়সে এসেও মাঠে সবকিছুরই প্রদর্শন করছেন পর্তুগিজ মহাতারকা। শনিবার রাতের জয়সূচক ভলিটি নিশ্চয়ই এখনো চোখে লেগে আছে আল নাসর বা রোনালদো ভক্তদের। এর আগের সমতাসূচক গোলটিও আসে সিআরসেভেনের পা থেকেই। তার জোড়া গোলে পিছিয়ে পড়েও আল রিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে সৌদি প্রো লীগের ক্লাবটি। এ নিয়ে টানা দুই ম্যাচে জোড়া গোল করলেন ৪০ বছর বয়সী রোনালদো।
আগের ম্যাচে আল হিলালের মাঠে ৩-১ গোলে জয়ের দিনও দুই গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড। আল আওয়াল পার্কে এদিন সফরকারীদের ভালোভাবে জেঁকে ধরে রিয়াদ। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে সফরকারীদের এগিয়ে দেন ফায়েজ সেলেমানি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় নাসর। মাঠে পায়ের ফিরে নৈপুণ্য দেখান ক্রিস্টিয়ানো রোনালদো। এদিনের দু’টি গোলেই জড়িয়ে আরেকটি বড় নাম, সাদিও মানে। ম্যাচের ৫৬তম মিনিটে দূরপাল্লার ফ্রি কিক খুঁজে নেয় বক্সে থাকা মানেকে। বাঁ প্রান্ত থেকে সেনেগালিজ ফরোয়ার্ডের ক্রসে ট্যাপ ইনে ফাঁকা পোস্টে সহজ গোল করেন রোনালদো। এর আট মিনিটের মাথায় সেই দৃষ্টিনন্দন ভলিতে জয়সূচক গোলটি করেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। বক্সের ভেতর গোললাইনের অনেকটা কাছ থেকে ক্যাটব্যাক করেন মানে। তা ক্লিয়ার করার আশায় রিয়াদের এক খেলোয়াড় পা চালালে বল হাওয়ায় ভেসে পৌঁছায় রোনালদো কাছে। নাসর অধিনায়ক তখন একদম বক্স লাইনের ওপরেই দাঁড়িয়ে। একটুও এদিক সেদিক না করে বুলেট গতির এক ভলিতে গোলপোস্টের একেবারে উপরের ডান কোনা দিয়ে বল জড়িয়ে দেন রোনালদো। এ দুই গোলে সৌদি প্রো লীগে পর্তুগিজ অধিনায়কের গোল হলো ৭২টি। হাজার গোলের মাইলফলকের দিকে আরও দুই পা এগিয়ে তার বর্তমান গোলসংখ্যা ৯৩৩। যদিও রোনালদো আগের দিনই বলেছেন যে হাজার গোল নিয়ে তার মাথাব্যাথা নেই। হলে ভালো, না হলেও ভালো। তিনি তার ভক্তদেরও পরামর্শ দেন শুধুমাত্র সময়টা উপভোগ করতে, যেমনটা তিনি নিজে করছেন।
এই জয়ে ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আল নাসর। সমপরিমাণ ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল হিলাল ও ৬৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আল ইত্তিহাদ।