খেলা
প্রত্যেক ছক্কা ও উইকেটে ফিলিস্তিন শিশুদের জন্য ১ লাখ রুপি
স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, সোমবারপর্দা উঠেছে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দশম আসরের। ফ্র্যাঞ্চাইজি লীগটিতে মুলতান সুলতানসের সাফল্যে হাসি ফুটবে ফিলিস্তিনেও। পিএসএলের চলতি আসরে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনি শিশুদের জন্য তহবিলে যোগ হবে এক লাখ পাকিস্তানি রুপি। একটি ভিডিও বার্তায় তা নিশ্চিত করেছেন খোদ দলটির মালিক আলী খান তারিন। মুলতানের প্রথম ম্যাচেই শনিবার তহবিলে যোগ হয়েছে ১৫ লাখ রুপি। পুরো টুর্নামেন্টে কমপক্ষে আরও ৯টি ম্যাচ খেলবে দলটি। ভিডিও বার্তাটিতে তারিন বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনিকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রূপি দেয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ করে রূপি দেয়া হবে। এই অর্থটি বিশেষ করে যাবে শিশুদের জন্য।’ নিজেদের প্রথম ম্যাচে টস করতে নেমে একই কথা বলেছেন মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। যদিও তিনি চারের কথাও যোগ করে বলেন, ‘আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার ও প্রতিটি উইকেটে ফিলিস্তিনে গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।’ যদিও করাচি কিংসের সঙ্গে ম্যাচটি জেতা হয়নি রিজওয়ানদের। আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৩৪ রান করে মুলতান। এই ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি। সর্বাধিক ৫ ছয় ও ৯ চার ছক্কা মেরেছেন অধিনায়ক নিজেই। ৬৩ বলে ১০৫ রানের ইনিংসে দলকে বড় সংগ্রহ এনে দেন রিজওয়ান। ৪ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় করাচি। ম্যাচ শেষে মুলতানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে জানানো হয়, গাজায় ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ১৫ লাখ পাকিস্তানি রুপির অনুদান সংগৃহীত হয়েছে। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দলটির পরের ম্যাচ ১৬ই এপিল। টানা দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ই মার্চ থেকে ফিলিস্তিনের গাজায় ফের হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইতিমধ্যে গাজায় আরও বড় এলাকা দখল করেছে তারা। শনিবার গাজায় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ই মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৫০০ শিশু। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে গাজার প্রতি সংহতি প্রকাশ করে ১২ই এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত হয় ‘মার্চ ফর গাজা’ মুভমেন্ট। সেখানে গাজাবাসীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন লাখো বাংলাদেশি।