বিশ্বজমিন
বিচারককে অযোগ্য ঘোষণা দাবির বিপক্ষে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

বিগত প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনকারী ডিস্ট্রিক্ট জজ তানিয়া চাটকানকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন ট্রাম্প। কিন্তু তার এই উদ্যোগকে আবার চ্যালেঞ্জ জানিয়েছে আইন মন্ত্রণালয়। বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার আদালতের কাছে একটি ফাইল জমা দিয়েছেন স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ ও প্রসিকিউটরদের একটি টিম। তাতে বলা হয়েছে বিচারক চাটকানকে প্রত্যাহারের কোনো আইনগত ভিত্তি নেই।
এর আগে ট্রাম্পের আইনজীবীরা বিচারক মিস চাটকানের পদত্যাগ দাবিতে দীর্ঘ এক আবেদন করেন। তাতে তারা উল্লেখ করেন, ২০২১ সালের ৬ই জানুয়ারি সংক্রান্ত শুনানিতে আলাদাভাবে সাজা দেয়ার বিষয়ে মন্তব্য করেছেন ওই বিচারক। এতে প্রশ্ন তোলা হয়েছে, বিচারক কি আগেভাগেই রিপাবলিকান দল থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করে ফেলেছেন।
পাঠকের মতামত
বাংলাদেশের গনতন্ত্রের ধংসের পেছনে ট্রাম্প অনেকাংশেই দায়ী। সে ভারতের হাতে বাংলাদেশের দেখভাল ছেড়ে দিয়েছিল।আর আওয়ামী লীগ ভারতের তাবেদারী করার জন্য গুম,খুন,অপহরণ,ভোট ডাকাতি, ডলার পাচার কোনটাই বাদ দেয় নাই।কাজেই ট্রাম্পের মত এক মাতালের বিচার করা উচিৎ
আমেরিকার দুর্ভাগ্য অযোগ্য একজন ব্যক্তি দেশের প্রেসিডেন্ট হয়েছিল।