বিশ্বজমিন
যে কারণে একটি শূন্য বালিময় জমি বিক্রি হলো ৩৭০ কোটি টাকায়!
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৪ জুন ২০২৩, রবিবার, ২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৬ অপরাহ্ন

৩৪ মিলিয়ন ডলার বা ৩৭০ কোটি টাকায় আপনি বহু কিছু কিনতে পারবেন। বিশ্বের বিভিন্ন অংশে এই টাকা দিয়ে সুউচ্চ প্রাসাদ, বিস্তীর্ণ সমুদ্র সৈকতের তীরে অবস্থিত বিশাল অট্টালিকা কিংবা মাইলের পর মাইলজুড়ে জমি কেনা সম্ভব। এই টাকা দিয়ে কেনা সম্ভব ল্যাম্বরগিনি কিংবা রোলস-রয়েস ফ্যান্টমসের মতো দামি গাড়ি। এমনকি এই টাকায় আপনি প্রাইভেট জেটও কিনতে পারবেন!
কিন্তু অজ্ঞাত এই ব্যক্তি ৩৪ মিলিয়ন ডলার বা ৩৭০ কোটি টাকা খরচ করে কিনেছেন শূন্য একটি বালিময় জমি! তবে জমিটি সাধারণ কোনো এলাকায় নয়। এটি দুবাইর বিখ্যাত জুমেইরাহ বে দ্বীপের একটি খালি জমি। শুধুমাত্র অবস্থানগত কারণেই এত দামে বিক্রি হলো এই জমিটি। এখানে জমি কেনা কতখানি লাভজনক তা বুঝা যায় এই জমির আগের দাম শুনলেই।
বৃটিশ উদ্যোক্তা উমর কামানি ২০২১ সালে এই জমিটি কিনেছিলেন ১০ মিলিয়ন ডলারেরও কম খরচ করে। অথচ দুই বছরের মাথায় তিনি এটি বিক্রি করলেন ৩৪ মিলিয়ন ডলারে! ২৪ হাজার বর্গফুটের এই জমিটি একেবারেই শূন্য। তবে এখানেই গড়ে উঠতে পারে দুবাইর ভবিষ্যত। এই জমি সর্বশেষ কে কিনেছে তার পরিচয় প্রকাশ করা হয়নি। যেই রিয়েল স্টেট এজেন্সি এই বিক্রিটি পরিচালনা করছিল তার নাম ‘নাইট ফ্রাঙ্ক’। এর কর্মকর্তা অ্যান্ড্রু কামিংস বলেন, জুমেইরাহ বে হল সবচেয়ে এক্সক্লুসিভ জমিগুলোর মধ্যেও এক্সক্লুসিভ। এটি অতি-উচ্চ সম্পদের অধিকারী ব্যক্তিদের জন্য।