বিশ্বজমিন
ইউক্রেনকে মিগ-২৯ দেয়ার ঘোষণা স্লোভাকিয়ার, পাত্তা দিচ্ছে না রাশিয়া
মানবজমিন ডেস্ক
(৮ মাস আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ৭:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৫ অপরাহ্ন

ইউক্রেনকে ১৩টি মিগ-২৯ যুদ্ধবিমান দেয়ার ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া। দেশটির প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগের শুক্রবার এই ঘোষণা দিয়েছেন। এর আগে পোল্যান্ডও ইউক্রেনকে যুদ্ধবিমান দেয়ার ঘোষণা দিয়েছিল। এর জবাবে রাশিয়া বলেছে, এসব ব্যবহারের অযোগ্য পুরনো বিমান ইউক্রেনকে গছিয়ে দিচ্ছে ন্যাটো দেশগুলো। এসব বিমান ইউক্রেনের পরিণতি ঠেকাতে পারবে না। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়, দুই ন্যাটো রাষ্ট্র থেকে মোট ১৭টি মিগ-২৯ যুদ্ধবিমান পেতে যাচ্ছে কিয়েভ। এক টুইট বার্তায় শুক্রবার হেগের বলেন, প্রতিশ্রুতি অবশ্যই রাখতে হবে। যখন জেলেনস্কি আমার কাছে বিমান সাহায্য চেয়েছিল আমি বলেছিলাম, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। আমি আনন্দিত যে অন্যরাও ইউক্রেনকে একইভাবে সাহায্য করতে যাচ্ছে। তিনি আরও বলেন, ইউক্রেন ও ইউরোপকে রাশিয়ার হাত থেকে বাঁচাতে সামরিক সহায়তা সবথেকে গুরুত্বপূর্ণ।
এর আগে প্রথম দেশ হিসেবে ইউক্রেনকে যুদ্ধবিমান দেয়ার কথা ঘোষণা করে ন্যাটো সদস্য পোল্যান্ড।
এদিকে রাশিয়া জানিয়েছে, এসব যুদ্ধবিমান পাঠিয়ে ‘বিশেষ সামরিক অভিযানের’ ফলাফল বদলানো যাবে না। উল্টো এতে ইউক্রেনের বিপদ আরও বাড়বে। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, পুরোনো অপ্রয়োজনীয় অস্ত্র ফেলে না দিয়ে সাহায্যের নামে ইউক্রেনকে দিচ্ছে স্লোভাকিয়া ও পোল্যান্ড। এসব যুদ্ধবিমান দিয়ে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ফলাফল পরিবর্তন করা সম্ভব নয়। এগুলো নিয়ে ইউক্রেন বরঞ্চ উল্টো সমস্যায় পড়বে। এছাড়া তিনি দাবি করেন, নতুন এই পদক্ষেপ প্রমাণ করে যে ন্যাটো কীভাবে এই যুদ্ধের অংশ হয়ে উঠেছে।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
সিভিকাস মনিটরের রিপোর্ট/ বাংলাদেশে নাগরিক সমাজের স্থান ‘ক্লোজড’, নির্বাচনে সব দলের অংশগ্রহণ অনুমোদনের আহ্বান, রাজবন্দিদের মুক্তি দাবি
ব্রিফিংয়ে জন কিরবি/ বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সমর্থন করে যুক্তরাষ্ট্র, পিটার হাস সম্পর্কে রাশিয়ার অভিযোগ ডাহা মিথ্যা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং/ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]