ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

একুশ শতকের ভয়াবহ যত ভূমিকম্প, প্রাণ হারিয়েছে সাত লাখ মানুষ

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১০:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৩ অপরাহ্ন

mzamin

ভয়াবহ ভূমিকম্পের পর বিশ্বের চোখ এখন তুরস্ক ও সিরিয়ার দিকে। এরইমধ্যে সেখানে ৪৩০০ জনের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা এর কয়েকগুণ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে শুধু এ শতকেই ৭ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ২০০০ সালের পর সবথেকে প্রাণঘাতী কয়েকটি ভূমিকম্পের তালিকা প্রকাশ করেছে আল-জাজিরা। 

২২শে জুন, ২০২২: আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পে ১১০০ জনের বেশি মানুষ মারা যায়।
১৪ই আগস্ট, ২০২১: হাইতিতে একটি ৭.২ মাত্রার ভূমিকম্পে ২২০০ জনের বেশি মানুষ মারা যায়।
২৮শে সেপ্টেম্বর, ২০১৮: ইন্দোনেশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্পে ৪৩০০ মানুষের প্রাণহানী হয়। 
২৪শে আগস্ট, ২০১৬: মধ্য ইতালিতে একটি ৬.২ মাত্রার ভূমিকম্পে তিনশ মানুষ প্রাণ হারান। 
২৫শে এপ্রিল, ২০১৫: প্রতিবেশী দেশ নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৮,৮০০ মানুষ নিহত হন।
৩রা আগস্ট, ২০১৪: দক্ষিণ চীনের ইউনান প্রদেশের ওয়েনপিংয়ের কাছে একটি ৬.২ মাত্রার ভূমিকম্পে ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হন। 
২৪শে সেপ্টেম্বর, ২০১৩: এদিন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান। মারা যান আট শতাধিক মানুষ।
১১ই মার্চ, ২০১১: জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার একটি ভূমিকম্প হয় যা পরবর্তীতে ভয়াবহ সুনামি সৃষ্টি করে। এতে মৃতের সংখ্যা শেষ পর্যন্ত ২০ হাজার ছাড়িয়েছিল। 
২৭শে ফেব্রুয়ারী, ২০১০: ৮.৮ মাত্রার ভূমিকম্প চিলিকে কাঁপিয়ে দেয়। ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ৫২৪ জনের মৃত্যু হয়। 
১২ই জানুয়ারী, ২০১০: হাইতিতে ৭ মাত্রার একটি ভূমিকম্পে ৩ লাখ ১৬ হাজার মানুষের মৃত্যু হয়। 
৩০শে সেপ্টেম্বর, ২০০৯: ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় ৭.৫ মাত্রার ভূমিকম্পে ১১০০ জনেরও বেশি মানুষ মারা যান।
৬ই এপ্রিল, ২০০৯: একটি ৬.৩ মাত্রার ভূমিকম্পে ইতালিতে ৩০০ জন নিহত হন। 
১২ই মে, ২০০৮: চীনের পূর্ব সিচুয়ানে ৭.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ৮৮০০ মানুষের মৃত্যু হয়।  
১৫ই আগস্ট, ২০০৭: মধ্য পেরুর উপকূলের কাছে একটি ৮ মাত্রার ভূমিকম্পে ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
২৬শে মে, ২০০৬: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬.৩ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারান। 
৮ই অক্টোবর, ২০০৫: পাকিস্তান দখলকৃত কাশ্মীরে ৭.৬ মাত্রার ভূমিকম্পে ৮০ হাজারের বেশি প্রাণহানী হয়। 
২৮শে মার্চ, ২০০৫: ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৮.৬ মাত্রার একটি ভূমিকম্পে প্রায় ১৩০০ মানুষ মারা যান।
২৬শে ডিসেম্বর, ২০০৪: ইন্দোনেশিয়ায় একটি ৯.১ মাত্রার ভূমিকম্প ভারত মহাসাগর জুড়ে সুনামি সৃষ্টি করে। এতে ১২টি দেশে ২ লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানী হয়। 
২৬শে ডিসেম্বর, ২০০৩: একটি ৬.৬ মাত্রার ভূমিকম্প দক্ষিণ-পূর্ব ইরানে আঘাত হানে, যার ফলে ২০ হাজার জন মারা যায়।
২১শে মে, ২০০৩: আলজেরিয়ায় ৬.৮ মাত্রার ভূমিকম্পে ২২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
২৫শে মার্চ, ২০০২: উত্তর আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ নিহত হয়।
২৬শে জানুয়ারী, ২০০১: ভারতের গুজরাটে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ২০ হাজার মানুষের মৃত্যু হয়।
 

বিজ্ঞাপন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ায় মৃতের সংখ্যা ১৪৩, সব অপরাধী গ্রেপ্তার/ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে তোলেননি পুতিন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status