বিশ্বজমিন
ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি কর্মকর্তা হত্যা, বিশ্ব নেতাদের নিন্দা
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৮ অপরাহ্ন

ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তাকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। আর এই হত্যাকাণ্ডকে ‘ইহুদিবিদ্বেষের উস্কানি’ হিসেবে বর্ণনা করেছে ইসরাইলের সরকার। পুলিশ জানিয়েছে হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন শিকাগোর বাসিন্দা। তাকে পুলিশি হেফাজতে নেয়ার সময় ফ্রি ফিলিস্তিন বলে স্লোগান দিতে শোনা যায়। বুধবার রাতে জিউশ জাদুঘরের সামনে ইসরাইলের ওই দম্পতিকে গুলি করে হত্যা করা হয়। যাদের একজন সারাহ লিন মিলগ্রিম আর অন্যজন ইয়ারোন লিশিনস্কি বলে নিশ্চিত করেছে পুলিশ।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বলেছেন, ওয়াশিংটন ডিসিতে এমন হত্যাকাণ্ড স্পষ্টতই ইহুদি বিদ্বেষের ভিত্তি রচনা করেছে। যা এখনই বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রে ঘৃণ্য মৌলবাদিতার কোনো স্থান নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সোশ্যাল ট্রুথের পোস্টে ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। বলেছেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।
ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের দুই ব্যক্তিতে এমন নির্মমভাবে হত্যা করায় হতবাক হয়েছেন বলে জানিয়েছেন ইউরোপীয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক পলিসি প্রধান কাজল কাল্লাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে তিনি বলেন, পৃথিবীর কোনো সমাজেই এমন ঘৃণ্য ইহুদি বিদ্বেষ ও চরমপন্থার কোনো ঠাঁই নেই। ভুক্তভোগীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জন ওয়াডেফুল তার সামাজিক মাধ্যমের পোস্টে বলেছেন, এমন ইহুদি বিদ্বেষ কোনো কিছু দিয়েই ন্যায্যতা দেয়া যায়না। ইসরাইলের সরকারের বিবৃতির প্রতি সংহতি জানিয়েছেন তিনি। এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারটও মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি বলেছেন, এমন হত্যাকাণ্ড ইহুদি বিদ্বেষের জঘন্য উদাহরণ। এই ঘৃণ্য কাজকে কোনোভাবেই ন্যায্যতা দেয়া যায় না।
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত ১৯ মাসের বেশি সময় ধরে গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। হামাস নিয়ন্ত্রিত উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গোলা-বারুদের আঘাতে এ পর্যন্ত ৫৩ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ শিশু ও নারী। আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন অমানবিক হত্যাকাণ্ডের নিন্দার ঝড় উঠলেও বিরত হয়নি ইসরাইল। উল্টো সম্প্রতি উপত্যকাটিতে হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
সূত্র: সিবিএস নিউজ।
পাঠকের মতামত
গাঁজায় দিনে দুইশ মানুষকে হত্যা করা হলেও বিশ্ব নেতৃবৃন্দ কোন উচ্চবাচ্য করেন না। ওরাই আবার ওয়াশিংটনে দুইজন ইসরাইলী মারা গিয়েছে বলে রীতিমত কান্না-কাটি শুরু করে দিয়েছে। এগুলো আসলে বদমাইশি ছাড়া আর কিছুইনা। যে কোন মুল্যে এরা আসলে মুসলমানদের শেষ করে দিতে চায়।