ঢাকা, ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু: সাবেক ইসরাইলি আইনপ্রণেতা

মানবজমিন ডেস্ক

(৩ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৯ অপরাহ্ন

mzamin

গাজার শিশুদের নিয়ে উদ্ভট মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক আইনপ্রণেতা মোশে ফিগলিন। বলেছেন, গাজার প্রত্যেকটি শিশুই আমাদের শত্রু। গাজার মানবিক পরিস্থিতি যখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় পার করছে ঠিক তখনই এমন বেফাঁস মন্তব্য করেন কট্টরপন্থী  ইসরাইলে ওই রাজনীতিবিদ। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, হামাসকেও আসল শত্রু গণ্য করছেন না মোশে। বলেছেন, হামাস বা হামাসের সামরিক শাখাও আমাদের আসল শত্রু নয়। আমাদের আসল শত্রু হলো গাজার প্রত্যেকটি শিশু। জায়ানবাদী এই নেতা আরও বলেন, আমাদের গাজা দখল করা প্রয়োজন। গাজার একটি শিশুও সেখানে থাকবে না।

এর আগে আইডিএফের অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ অব স্টাফ ইয়ের গোলান অভিযোগ করেন, গাজার শিশুদেরকে হত্যা করা যেন নিজেদের শখে পরিণত করেছে ইসরাইল। তার ওই অভিযোগের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন মোশে ফিগলিন। এক সংবাদ সম্মেলনে উপত্যকাটিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ভূমিকারও তুমুল সমালোচনা করেছেন ইয়ের গোলান। বলেছেন, ইসরাইল দিন দিন প্যারিয়া রাষ্ট্রে ( এমন এক রাষ্ট্র যার আন্তর্জাতিক কোনো সমর্থক নেই) পরিণত হচ্ছে। কেননা সুস্থ কোনো দেশ কখনো বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেনা। শখের বশে শিশু হত্যা করে না। তিনি আরও বলেন, বর্তমানে দেশটির নেতৃত্বে থাকা ব্যক্তিরা প্রতিহিংসাপরায়ণ ও তাদের কোনো নীতি নেই। সংকটের সময় তাদের দেশ চালানোর কোনো ক্ষমতা নেই। গোলানের ন্যায্য এই মন্তব্যকে ‘বন্য উস্কানি’ হিসেবে অভিহিত করেছেন নেতানিয়াহু।

এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের ‘বীর সেনাদের’ বিরুদ্ধে ইয়ের গোলানের উস্কানির তীব্র নিন্দা জানাই। আইডিএফ আমাদের সবচেয়ে নীতিবান সেনাবাহিনী। তারা আমাদের অস্তিত্বের জন্য লড়াই করছে। সোমবার হামাসকে পরাজিত করে সম্পূর্ণ গাজা দখলের নির্দেশ দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকেই উপত্যকাটিতে হামলার মাত্রা বাড়িয়েছে দেশটির সেনাবাহিনী। গত চার দিনে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬০০ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা লাখেরও অধিক। গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। মঙ্গলবার ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে বৃটেন।

 

পাঠকের মতামত

He is brutal. Must be punished internationaly.

মাহবুবুর রহমান
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৯ অপরাহ্ন

You are not human, you’re bloody disgusting monsters

Rahman
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:৫১ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status