বিশ্বজমিন
ভারত-পাকিস্তান সংঘর্ষ বন্ধে আবারও কৃতিত্ব দাবি ট্রাম্পের
মানবজমিন ডেস্ক
(৪ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা হ্রাসে নিজের ‘বাণিজ্যিক কৌশলের’ মাধ্যমে অবদান রাখার দাবি আবারও করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, আমি বাণিজ্যের মাধ্যমে ওই সমস্যাটির মীমাংসা করেছি। এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি।
ট্রাম্পের এই মন্তব্যটি এমন এক সময় এসেছে যখন তিনি এ মাসেই আরও একবার বলেছেন, ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ বন্ধে তিনি সহায়তা করেছেন। এই দাবির প্রেক্ষিতে পাকিস্তান প্রকাশ্যে কৃতজ্ঞতা জানালেও ভারত এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বৈঠকে ট্রাম্প বলেন, আপনি যদি দেখেন আমরা কী করলাম পাকিস্তান ও ভারতের সঙ্গে। আমি মনে করি, আমি পুরো বিষয়টাই বাণিজ্যের মাধ্যমে সমাধান করেছি। আমি উভয় পক্ষকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা আসলে কী করছ?
উল্লেখ্য, ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান সীমান্তে পাল্টা গোলাগুলি চালায়। পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। আমি বলতে চাই না যে সমস্যা একেবারে মীমাংসা করেছি, কারণ দু’দিন পরে আবার কিছু হয়ে যায়, আর তার জন্য আমাকেই দোষারোপ করা হয়। যদিও ভারত দাবি করেছে যে, ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান তা লঙ্ঘন করেছে, তবুও মার্কিন প্রেসিডেন্ট উভয় দেশের নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, পাকিস্তানে অনেক ভালো মানুষ আছে, একজন চমৎকার নেতা আছেন। আর ভারত তো আমার বন্ধু, মোদি। এই কথার জবাবে প্রেসিডেন্ট রামাফোসা হেসে বলেন, মোদি, আমাদের পারস্পরিক বন্ধু। যেখানে পাকিস্তান সরকার খোলাখুলিভাবে ট্রাম্পকে এই সংঘর্ষ বন্ধে মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানিয়েছে, সেখানে ভারত এখনো তার হস্তক্ষেপের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।