বিশ্বজমিন
লকেটে মোদির ছবি, আলোচনায় ভারতীয় অভিনেত্রী
মানবজমিন ডেস্ক
(১৩ ঘন্টা আগে) ২১ মে ২০২৫, বুধবার, ৮:২৭ অপরাহ্ন

এবার কান চলচ্চিত্র উৎসবে উদ্ভট কাণ্ড ঘটিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ভারতীয় অভিনেত্রী রুচি গুজ্জার। নজর কাড়তে কান উৎসবের মাঝে গলায় ঝুলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত লকেট। এমন কাণ্ডে নেটিজেনদের মধ্যে বেশ জল্পনা-কল্পনারও সৃষ্টি হয়েছে। এ খবর দিয়ে অনলাইন ডন বলছে, কান মূলত চলচ্চিত্র উৎসব হলেও অভিনয় শিল্পীরা সেখানে তাদের সাজসজ্জার নিজেস্বতাও প্রকাশ করে থাকেন। তারই ধারাবাহিকতায় নিজেকে ব্যতিক্রমী সাজে ক্যামেরার সামনে উপস্থাপন করতে ছাড় দেননি রুচি। কান উৎসবে তিনি এলেন সোনালী রঙ্গের একটি লেহেঙ্গা পরে। গায়ে ছিলো কুন্দনের গহনা। মাথায় লেহেঙ্গার সঙ্গে মেলানো ওড়না। দেখে মনে হচ্ছিলো, যেন বিয়ের কনে। তবে এ সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল গলার লকেটে মোদির ছবি ঝুলানোর দৃশ্য।
মানুষ নানাভাবেই নিজ দেশের প্রতি মমতা প্রকাশ করেন। কেউ পতাকা ওড়ান, কেউ কবিতা লেখেন। তবে রুচির এমন কাণ্ড দেশপ্রেমের কোনো বিষয়টি উল্লেখ করেছে তা স্পষ্ট নয়। অবশ্য আদতে এটি দেশপ্রেম কিনা তা নিয়েও বিস্তর আলাপ হতে পারে। রুচির এমন কাণ্ড অনেকের কাছেই বিভ্রান্তিকর মনে হয়েছে। কেউ কেউ বলছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক দলের সমর্থকদের দলে জায়গা করে নিতে এমন ঘটনার যে ইতিহাস নেই তা নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে এভাবে লকেটে প্রধানমন্ত্রীর ছবি ঝুলিয়ে দেশপ্রেমের বহিঃপ্রকাশ বিরলই বটে। ধারণা করা হচ্ছে, দেশপ্রেম থেকে নয় মূলত সকলের দৃষ্টি আকর্ষণ করতেই গলায় মোদির ছবি সম্বলিত লকেট ঝুলিয়েছেন রুচি। খোদ ভারতেও অভিনেত্রীর এমন সাজসজ্জা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা।
পাঠকের মতামত
শিরোনাম হওয়া দরকার ছিল, "রুচির দুর্ভিক্ষে ভুগছেন অভিনেত্রী রুচি"