বিশ্বজমিন
ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, অতঃপর...
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ২১ মে ২০২৫, বুধবার, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫০ অপরাহ্ন

এবার অপ্রাপ্ত বয়স্ক এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিয়ার এক হাইস্কুলের শিক্ষিকা ব্রুক অ্যান্ডারসনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। যিনি শিক্ষক বা শিক্ষিকা- তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা শিক্ষা দেয়া। শিক্ষক বা শিক্ষিকার নিজের থাকতে হয় উত্তম নৈতিক চরিত্র। কিন্তু হাতেগোণা কিছু শিক্ষক বা শিক্ষিকা সেই পথচ্যুত হচ্ছেন। তারা কুনজর ফেলছেন নিজের সন্তানতুল্য ছাত্র বা ছাত্রীর দিকে। এক্ষেত্রেও তাই ঘটেছে।
ব্রুক অ্যান্ডারসন ওই ছাত্রের সঙ্গে সম্পর্ক শুরু করেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। প্রথমে তাকে রগরগে উত্তেজনা সৃষ্টিকারী বার্তা পাঠাতেন। তারপর তাদের মধ্যে যৌন সম্পর্ক চলতে থাকে। কিন্তু ১৬ই মে ধরা পড়ে যান তিনি। স্কুলে প্রথম বেল বাজার আগেই শ্রেণিকক্ষে ওই ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন তিনি। এর অল্প পরেই ঘটনা প্রকাশ হয়ে পড়ে। গ্রেপ্তার করা হয় ব্রুক অ্যান্ডারসনকে। হিলসবরো কাউন্টি শেরিফের অফিসের তথ্যমতে, তিনি রিভারভিউ হাই স্কুলের শিক্ষিকা। ওই ছাত্রটির সঙ্গে তিনি যৌন সম্পর্ক গড়ে তুলেছেন বেশ কয়েক মাস। এ অভিযোগে তাকে প্রথমে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়। গোয়েন্দারা তদন্ত শুরু করেন। তাতে তারা দেখতে পান এই শিক্ষিকা ও একজন ছাত্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে।
ওই ছাত্রটি কর্তৃপক্ষকে জানিয়েছে, টেক্সট ম্যাসেজের মাধ্যমে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের সম্পর্কের সূচনা। অ্যান্ডারসনকে গ্রেপ্তারের পর তাদের অনৈতিক সম্পর্কের খবর প্রকাশ পায়। তাতে বলা হয়, তাদের মধ্যে বহুবার শারীরিক সম্পর্ক হয়েছে। কম বয়সী একটি ছাত্রের সঙ্গে বেআইনিভাবে যৌন সম্পর্ক স্থাপনের কারণে শিক্ষিকা ব্রুকের বিরুদ্ধে তিন দফা অভিযোগ আনা হয়। পরে প্রতিটি অভিযোগে ৪৫ হাজার ও ১৫ হাজার ডলারের বিনিময়ে তাকে জামিন দেন বিচারক। শেরিফ চাদ ক্রোনিস্টার বলেছেন, এই শিক্ষিকা একজন ছাত্র, স্কুল এবং পুরো কমিউনিটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তার কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। গভীর হতাশার।