ঢাকা, ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

‘দুই মাসের মধ্যে মারা যেতে পারেন বাইডেন’

মানবজমিন ডেস্ক

(২ দিন আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ১১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩১ অপরাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং মেক আমেরিকা গ্রেট এগেইন (মেগা) প্রচারণার প্রভাবশালী ব্যক্তি লরা লুমার দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত এবং তিনি ‘পরবর্তী দুই মাসের মধ্যে মারা যেতে পারেন।’ এই বিস্ফোরক দাবি তিনি করেছেন বাইডেনের স্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিক ঘোষণার পর। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 

এর আগে জানানো হয় যে, বাইডেন আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। এরপর এক্সে একাধিক পোস্টে লুমার দাবি করেন, জুলাই মাসেই আমি বলেছিলাম বাইডেন টার্মিনাল (মরণব্যাধি) রোগে আক্রান্ত। এখন সেটা প্রমাণিত হচ্ছে। তিনি আরও লিখেছেন, আমি মেডিকেল ইমারজেন্সির বিষয়ে সঠিক ছিলাম এবং যখন তিনি মারা যাবেন, তখনও প্রমাণ হবে আমি সঠিক ছিলাম। অনেকেই আমার কাছে ক্ষমা চাওয়ার দাবি রাখে। 

উল্লেখ্য, লুমার তার জুলাই ২০২৪ সালের একটি পোস্ট পুনরায় শেয়ার করেছেন। সেখানে তিনি দাবি করেন, বাইডেন মারা যাচ্ছেন। তিনি আরও লিখেছেন, বাইডেন টার্মিনাল ক্যানসারে আক্রান্ত। তার ভাই ফ্র্যাঙ্ক বাইডেন নিজেই একসময় মুখ ফসকে তা বলে ফেলেছিলেন। পরবর্তী দুই মাসেই বাইডেন মারা যেতে পারেন।

লুমার হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘চিকিৎসা সংক্রান্ত রেকর্ড জালিয়াতির’ অভিযোগ তুলে আসছেন বলেও জানান। তার দাবি, গত বছর হোয়াইট হাউসের চিকিৎসকদের সাথে বাইডেনের একাধিক মধ্যরাতের বৈঠকের প্রমাণ লিপিবদ্ধ রয়েছে। তিনি লিখেছেন, লগ চেক করুন, নিজেরাই দেখবেন। তিনি ২০২২ সালের একটি ভিডিওও শেয়ার করেন। সেখানে বাইডেন বলেছিলেন, আমার ক্যানসার আছে। তবে তখন হোয়াইট হাউস পরিষ্কার করেছিল, প্রেসিডেন্ট বাইডেন তার অতীতের ত্বকের ক্যানসারের কথা বলছিলেন, যা প্রেসিডেন্ট হওয়ার আগেই অপসারণ করা হয়েছে। লুমারের আরও দাবি, পুরো প্রেসিডেন্সির মেয়াদকালে বাইডেন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তবে প্রশাসন তা গোপন রেখেছে। এটা হোয়াইট হাউস থেকে আসা সবচেয়ে বড় কেলেঙ্কারি। 

তিনি আরও বলেন, সবাই বলছে তারা চায় বাইডেন সেরে উঠুক। বাস্তবতা হচ্ছে তিনি আর সুস্থ হবেন না।  আমাদের এখন বাস্তবতাকে মেনে নিয়ে তদন্ত শুরু করা উচিত।

 

পাঠকের মতামত

তার কারনে পৃথিবীর অনেক নিরপরাধ ব্যক্তি কষ্ট পেয়েছে, অকালে মৃত্যুবরন করেছে। আশাকরি আল্লাহপাক তাকে এর উপযুক্ত পুরস্কার দেবেন।

তোফায়েল হোসেন
২০ মে ২০২৫, মঙ্গলবার, ৪:০৭ অপরাহ্ন

Blessings for Biden.

মিলন আজাদ
২০ মে ২০২৫, মঙ্গলবার, ১২:৪৩ অপরাহ্ন

One should not be cruel for political reasons.

habibur rahmans khan
১৯ মে ২০২৫, সোমবার, ৫:৫৯ অপরাহ্ন

Mr Biden never said that he is immortal? He is old, but not gold!

?
১৯ মে ২০২৫, সোমবার, ৩:৫৯ অপরাহ্ন

আমার তার জন্য দোয়া করার মতো উচ্চ মন মানসিকতা নাই। আবার এত নিচু মানসিকতাও নেই যে বদ দোয়া করব। সে তাঁর নিজের মতো করে প্রাপ্যটা পাক।

কামরুল
১৯ মে ২০২৫, সোমবার, ২:১৪ অপরাহ্ন

unbelievable....

Anwarul Azam
১৯ মে ২০২৫, সোমবার, ১২:২৯ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status