বিশ্বজমিন
ট্রাম্পের উপসাগরীয় অঞ্চল সফর বদলে দিল মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্র
মানবজমিন ডেস্ক
(৪ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৮:২৭ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্র আমূল পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ট্রাম্পের চার দিন সফর শেষে এমন মনোভাবই প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এবারের সফরে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল সিরিয়ার ইসলামপন্থী নেতা আহমেদ আল শারার সঙ্গে ট্রাম্পের করমর্দন। যাকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘স্যুট পরা আল কায়েদা সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন। রিয়াদে সৌদির মধ্যস্থতায় শারার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তার (শারা) মধ্যে যোগ্যতা আছে। তিনি একজন প্রকৃত নেতা। ট্রাম্পের এই সফরকে শুধু চুক্তি বা বিনিয়োগের ব্যাপার বলে মনে করেন না বিশ্লেষকরা। তাদের মতে, এই সফর মধ্যপ্রাচ্যে নতুন সুন্নি নেতৃত্বের উদয়ের ঘোষণা দিয়েছে। ফলত ইরানের প্রভাব আর আগের অবস্থায় থাকবে না। আর নতুন এই চিত্রপটে ইসরাইল এখন অনেকটাই একঘরে। ওয়াশিংটনের একাধিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, গাজায় যুদ্ধবিরতিতে ব্যর্থ হওয়ায় ইসরাইলের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র।
নেতানিয়াহু ছিলেন ট্রাম্পের শপথের পর প্রথম বিদেশি অতিথি। তবুও এবার তিনি স্পষ্ট বার্তা পেয়েছেন যে আমেরিকা এখন আর শর্তহীন সমর্থন দেবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থই বড় করে দেখছেন ট্রাম্প। নেতানিয়াহুকে এবারের সফর থেকে এ বার্তাই দেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাবেক মার্কিন কূটনীতিক ডেভিড শেঙ্কার বলেছেন, নেতানিয়াহুর আচরণে ট্রাম্প প্রশাসন বেশ হতাশ, যা এখন স্পষ্ট। তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, ট্রাম্প এখনও ইসরাইলের বন্ধু। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রেরও কিছু দাবি রয়েছে বলে মনে করেন তিনি। ইরানের সঙ্গে আমেরিকার পারমাণবিক আলোচনা নিয়েও নেতানিয়াহুর আপত্তি যুক্তরাষ্ট্রের ক্ষোভের কারণ হতে পারে বলে উল্লেখ করেছে সূত্র। এখন পর্যন্ত ট্রাম্পের এই সফর নিয়ে কোনো মন্তব্য করেনি নেতানিয়াহুর দপ্তর। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একে ফলপ্রসূ সফর বলে অভিহিত করা হয়েছে।
পাঠকের মতামত
The USA can be likened to the trunk of a tree—strong, supportive, and serving as the crucial connector between the grounding roots and the flourishing crown. In this analogy, Israel represents the roots, anchoring and stabilizing the entire structure, while Middle Eastern nations such as Saudi Arabia, Kuwait, and the UAE form the crown, symbolizing growth, prosperity, and vitality. The trunk's role is pivotal: it channels resources between roots and crown, embodying strength, support, and strategic acumen. Often, like a savvy middleman in business dealings, the trunk enjoys significant advantages from its connecting role. Mr. Trump, drawing from his extensive experience in real estate, mirrors this middleman function. His current ventures continue to capitalize on his established strategies, effectively applying his expertise without deviating into unfamiliar territories. This continuity is hardly surprising!