বিশ্বজমিন
সোমালিয়ার রাজধানীতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১০
মানবজমিন ডেস্ক
(৩ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৬:১৯ অপরাহ্ন

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে রোববার সকালে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডামানিও সামরিক ঘাঁটির সামনে সেনাবাহিনীতে যোগদানের জন্য লাইনে দাঁড়ানো তরুণদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, সিএনজি সদৃশ যানে এসে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন এক সামরিক কর্মকর্তা। হামলার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন। সুলাইমান নামের ওই কর্মকর্তা বলেছেন, আমি রাস্তার অপর প্রান্তে ছিলাম। হঠাৎ একটি টুক-টুক (সিএনজি সদৃশ যান) দ্রুতগতিতে এসে থামে। পরে একজন আরোহী সারির ভেতর ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন নিহতের সংখ্যার আরও বাড়তে পারে।
ঘটনাস্থলে শত শত জুতা ও হামলাকারীর দেহাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা আবদিসালাম মোহাম্মদ জানান, বাসে করে যাওয়ার সময় ঘাঁটির ফটকের সামনে শত শত কিশোরকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি। হঠাৎ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। স্পষ্টভাবে কিছু দেখতে পারিনি।
সামরিক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হামলার পর আহত অবস্থায় ৩০ জনকে হাসপাতালে আনা হয়েছে। যাদের মধ্যে ছয়জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। হামলার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে সরকারী বাহিনী। তবে এখনো কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি। সরকারী কর্মকর্তাদের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৩ সালে ডামানিও ঘাঁটির বিপরীত পাশে জালে সিয়াদ সামরিক ঘাঁটিতে এমন এক আত্মঘাতী হামলায় ২৫ সেনা নিহত হয়েছিলেন। রোববারের এই হামলার আগের দিনই হিরান অঞ্চলে ব্যাটালিয়ন-২৬ এর কমান্ডার কর্নেল আবদিরাহমান হুজালে-কে হত্যা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের নিরাপত্তা বাহিনীতে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ রয়েছে। এ ঘটনায় দেশব্যাপী উদ্বেগ এবং শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক হামলা দেশটির স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতির প্রতি বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে।