বিশ্বজমিন
ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমার নিষেধাজ্ঞা একমাস বাড়তে পারে
মানবজমিন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ১:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২২ অপরাহ্ন

ভারতের আগ্রাসনের কারণে পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য আরও একমাস বন্ধ রাখা হবে। বর্তমানে যে নিষেধাজ্ঞা আছে তার মেয়াদ শেষ করে যাওয়ার আগে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে একটি নোটিশ টু এয়ারমেন (নোটাম) ইস্যু করা হবে। এর আগে ভারতের জন্য ২৪শে এপ্রিল থেকে ২৩শে মে পর্যন্ত নিজেদের আকাশসীমা বন্ধ রাখে পাকিস্তান। তবে এর মেয়াদ আরও একমাস বাড়ানো হবে বলে সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্ট করেছে দ্য নিউজ।
উল্লেখ্য, গত মাসে পেহেলগাম হামলার পর ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য তাদের আকাশসীমা ২৩শে এপ্রিল থেকে এক মাস বন্ধ রাখার ঘোষণা দেয়। এর পরের দিন পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তান। সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে আরও একমাস এই নিষেধাজ্ঞা বাড়াবে পাকিস্তান। সূত্র বলেছে, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) বিধিবিধানের অধীনে একটানা একদেশ অন্য দেশের জন্য তার আকাশসীমা বন্ধ রাখতে পারে না। এখানে উল্লেখ্য, পারমাণবিক অস্ত্রের অধিকারী ভারত ও পাকিস্তানের মধ্যে কমপক্ষে তিনদিন সামরিক লড়াই হয়। এর ফলে এ মাসে এই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তেজিত হয়ে ওঠে। এমন অবস্থায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে সিদ্ধান্ত নেয় ২৪এপ্রিল থেকে ভারতের জন্য তাদের আকাশসীমা বন্ধ থাকবে।